Thursday, March 28, 2024
বাড়িজাতীয়বিশ্বভারতীতে মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র প্রদর্শন করতে দিল না পুলিশ

বিশ্বভারতীতে মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র প্রদর্শন করতে দিল না পুলিশ

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৪ ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গের বিশ্বভারতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ প্রদর্শন করতে দিল না পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় তথ্যচিত্রটি শান্তিনিকেতনের রতনপল্লিতে প্রদর্শনের উদ্যোগ নেয় বিশ্বভারতীর ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। কিন্তু সেই প্রদর্শন আর করতে দেয়নি পুলিশ। পুলিশ হটিয়ে দেয় উদ্যোক্তাদের। আর এ কাজে সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরাও। এ ঘটনার পর বিশ্বভারতী চত্বর উত্তপ্ত হয়।গতকাল এ ঘটনা যখন ঘটে, তখন বিশ্বভারতীর সমাবর্তন উৎসবে যোগ দিতে সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ শুক্রবার আয়োজিত সমাবর্তন উৎসবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, শ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীসহ বিশিষ্টজনের উপস্থিত থাকার কথা রয়েছে।

মোদিকে নিয়ে তৈরি তথ্যচিত্রটির প্রদর্শন বন্ধ হওয়ার পর আয়োজক সংস্থা ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোনিয়েশনের সদস্য শুভ নাথ সাংবাদিকদের বলছেন, ‘আমরা যাতে এই ছবি দেখাতে না পারি, তার জন্য পুলিশ প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল আমাদের ওপর। তাই আমরা আর এগোতে না পারলে প্রদর্শন পুলিশই বন্ধ করে দেয়। তবে আমরা হাল ছাড়ছি না। সময় করে আমরা ওই তথ্যচিত্র বিশ্বভারতীতে দেখাবই।’গত ১৭ জানুয়ারি রাতে ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ শিরোনামে তথ্যচিত্রটি যুক্তরাজ্যে সম্প্রচার করে বিবিসি। সেখানে প্রধানত দেখানো হয়েছে, নরেন্দ্র মোদি ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার ক্ষেত্রে কীভাবে ২০০২ সালের গুজরাটের দাঙ্গাকে কাজে লাগিয়েছেন। ওই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদি। যাবতীয় তথ্য-উপাত্ত এক জায়গায় এনে বিবিসি একটি তত্ত্ব দাঁড় করিয়েছে। সেটি হলো, গুজরাট দাঙ্গা মোদিকে প্রধানমন্ত্রী হতে সাহায্য করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য