Wednesday, November 29, 2023
বাড়িজাতীয়বিশ্বের কোনও দেশই দ্বীপের নামকরণ করে জওয়ানদের সম্মানিত করেনি : অমিত শাহ

বিশ্বের কোনও দেশই দ্বীপের নামকরণ করে জওয়ানদের সম্মানিত করেনি : অমিত শাহ


নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.): বিশ্বের কোনও দেশই দ্বীপের নামকরণ করে জওয়ানদের সম্মানিত করেনি। মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সোমবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১টি দ্বীপের নামকরণ অনুষ্ঠানে অমিত শাহ বলেছেন, আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১টি দ্বীপের নামকরণ পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্তদের নামে রাখা হয়েছে, এ জন্য প্রধানমন্ত্রী মোদীজির অভূতপূর্ব উদ্যোগ আমাদের সশস্ত্র বাহিনীর জন্য খুবই অনুপ্রেরণাদায়ক।

অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর শক্তিশালী নেতৃত্বে গৃহীত সমস্ত সিদ্ধান্ত অবশ্যই ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সংযোগকে স্বীকার করে। অমিত শাহের কথায়, আজ শুধুমাত্র ২১টি দ্বীপের নামকরণই নয়, ২১ জন বীরের বীরত্বকে কুর্নিশ জানিয়ে ২১টি প্রদীপ জ্বালানোর কাজ করেছেন প্রধানমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য