নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের দ্রুত আরোগ্য কামনা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বুধবার রাহুল টুইট করেছেন, মা এবং ছেলের মধ্যে ভালবাসা চিরন্তন এবং অমূল্য। তিনি বলেন, তিনি এই সময়ে প্রধানমন্ত্রী মোদীর সাথে আছেন এবং তাঁর মায়ের দ্রুত আরোগ্য কামনা করেন।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও টুইট করে প্রধানমন্ত্রী মোদীর মায়ের সুস্থতা কামনা করেছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও প্রধানমন্ত্রী মোদীর মায়ের সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। প্রিয়াঙ্কা বলেন, তিনি প্রধানমন্ত্রী মোদীর মা অসুস্থ হওয়ার খবর পেয়েছেন। এই মুহূর্তে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছেন। তিনি প্রার্থনা করেন যে তার মা দ্রুত সুস্থ হয়ে উঠুক।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদীর মা হীরাবেনের অসুস্থতার কারণে তাকে মঙ্গলবার রাতে আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।