Saturday, December 13, 2025
বাড়িজাতীয়কীভাবে মৃত্যু জুবিনের? সিঙ্গাপুরের রিপোর্ট হাতে জানালেন অসমের মুখ্যমন্ত্রী

কীভাবে মৃত্যু জুবিনের? সিঙ্গাপুরের রিপোর্ট হাতে জানালেন অসমের মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ সেপ্টেম্বর ।। দেশের সঙ্গীত জগৎ থেকে অকালে খসে গিয়েছে একটি তারা। গত সপ্তাহে সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে আকস্মিকভাবে মৃত্যুমুখে পড়েন খ্যাতনামা গায়ক জুবিন গর্গ। মাত্র ৫২ বছরেই জীবনে ইতি পড়েছে। সুরের জাদুকরের এই অকস্মাৎ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না অনুরাগী থেকে শুরু করে সঙ্গীতপ্রেমী – কেউই। এই পরিস্থিতিতে ভিনদেশে ভূমিপুত্রের মৃত্যুতে আলাদা করে তদন্তের কথা বলেছেন অসমের মুখ্যমন্তক্রী হিমন্ত বিশ্বশর্মা। তবে সোমবার সিঙ্গাপুরের তরফে এসে পৌঁছেছে জুবিনের মৃত্যুর শংসাপত্র অর্থাৎ ডেথ সার্টিফিকেট। তাতে জলে ডুবে মৃত্যুর কথা উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে নিজেদের আভ্যন্তরীণ তদন্তও চলবে, তাও জানান তিনি।

সিঙ্গাপুরের সরকারি তরফে জুবিনের ডেথ সার্টিফিকেটে কী উল্লেখ করা হয়েছে? তা হাতে পেয়ে সংবাদমাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জলে ডুবেই গায়কের মৃত্যু হয়েছে। গত ১৯ তারিখ সিঙ্গাপুরের স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারান ৫২ বছর বয়সি জুবিন। কিন্তু অসমের মুখ্যমন্ত্রী এর নেপথ্যে সিঙ্গাপুরের অনুষ্ঠান উদ্যোক্তা, তাঁর গাইডের গাফিলতির অভিযোগ তুলেছিলেন। এনিয়ে আলাদা করে তদন্তের কথাও জানান।

এমনকী সোমবার সিঙ্গাপুর থেকে পাঠানো ডেথ সার্টিফিকেটেও তাঁর সংশয়ের নিরসন ঘটেনি। তাই সেই শংসাপত্রে মৃত্যুর কারণ হিসেবে জলে ডোবার কথা থাকলেও হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, ”এটা তো ময়নাতদন্তের রিপোর্ট নয়। এটা মৃত্যুর শংসাপত্র মাত্র। আমরা এই সব তথ্য সিআইডিকে দিয়েছি। সিঙ্গাপুর থেকে দ্রুত যাতে ময়নাতদন্তের রিপোর্ট আমাদের হাতে আসে, তার জন্য মুখ্যসচিব সর্বদা সেখানকার দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছেন।”

সিঙ্গাপুরের নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে ২০ এবং ২১ সেপ্টেম্বর পারফর্ম করার কথা ছিল জুবিনের। কিন্তু তার আগে ১৯ তারিখই তিনি সুরের সফর ছেড়ে চিরতরে বিদায় নিলেন। শোনা যাচ্ছে, জুবিনের মৃগী রোগের সমস্যা ছিল। জলের তলদেশে স্কুবা ডাইভিং করতে নেমে তা উসকে ওঠায় প্রাণ হারান তিনি। তবে আসল কারণ জানতে তদন্ত চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য