স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ মার্চ: মায়ানমারের জোড়া ভূমিকম্পে বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মান্দালয় শহরে একাধিক বহুতল ভেঙে পড়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে দাবি, মান্দালয়ে একটি মসজিদ ভেঙে পড়েছে। তার নীচে চাপা পড়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। রয়টার্স এই খবর নিশ্চিত করেনি। জোরালো কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী তাইল্যান্ডেও। সেখানকার রাজধানী ব্যাঙ্ককে গগনচুম্বী একটি বহুতল ভেঙে পড়েছে। বহুতলটি নির্মীয়মাণ অবস্থায় ছিল। তাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। ৮১ জন নিখোঁজ। ভূমিকম্পের কারণে ব্যাঙ্ককে জরুরি বৈঠকে বসেছেন তাইল্যান্ডের প্রধানমন্ত্রী।
মায়ানমারে ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ব্যাঙ্ককের দূরত্ব প্রায় ৯০০ কিলোমিটার। কিন্তু এই ভূমিকম্প এতটাই তীব্র ছিল যে, ব্যাঙ্ককে জোরালো কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর ব্যাঙ্কক জুড়ে ট্রেন এবং মেট্রো পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। মায়ানমারে ভেঙে পড়েছে বিখ্যাত আভা সেতু। সমাজমাধ্যমে তার কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। প্রথমে শোনা গিয়েছিল, ব্যাঙ্ককে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পরে রয়টার্স তাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীকে উল্লেখ করে জানায়, জরুরি অবস্থা জারি করা হয়নি। তবে ব্যাঙ্ককের অবস্থা গুরুতর।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, প্রথম কম্পনটি হয় ভারতীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে। আর দ্বিতীয় কম্পনটি হয় ১২টা ২ মিনিটে। প্রথমটির উৎসকেন্দ্র মায়ানমারের বর্মা প্রদেশের ১২ কিলোমিটার উত্তরে। আর দ্বিতীয়টির উৎসকেন্দ্র মায়ানমারের লকসকের ১৫১ কিলোমিটার পশ্চিমে। দু’টি কম্পনের ক্ষেত্রেই উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার নীচে।