Saturday, January 18, 2025
বাড়িবিশ্ব সংবাদলেবানন ও সিরিয়ায় ইসরায়েলের নতুন হামলা

লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের নতুন হামলা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৯ নভেম্বর: লেবাননের বৈরুত শহরের দক্ষিণাঞ্চলে গতকাল শুক্রবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী ওই এলাকার কিছু অংশ থেকে স্থানীয় ব্যক্তিদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার কিছুক্ষণ পরই এ হামলা হয়। এলাকাটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত। এদিকে আজ শনিবার ভোরে সিরিয়ায়ও হামলা চালিয়েছে ইসরায়েল।গতকাল বৈরুতের দক্ষিণাঞ্চলে দুটি হামলার একটি হয়েছে লেবানিজ ইউনিভার্সিটির কাছে। অপরটি হয়েছে বুর্জ আল বারাজনেহ শহরতলিতে।

লেবাননের সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গতকাল আল–জামুস এলাকায়ও বিমান হামলা হয়। তবে সেখানে ইসরায়েলি সেনাবাহিনী আগে থেকে হামলাজনিত সতর্কতা দেয়নি।গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে লড়াই চালানোর মধ্যেই ইসরায়েল লেবানন–সংলগ্ন তাদের উত্তরাঞ্চলীয় সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোযোগী হয়েছে। এরই অংশ হিসেবে গত সেপ্টেম্বর মাসের শেষ দিক থেকে হিজবুল্লাহর সঙ্গে লড়াই শুরু করেছে ইসরায়েল।

গত বুধবার হিজবুল্লাহর এক ঘোষণায় বলা হয়, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে তারা। বিমানবন্দরটি ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক আকাশ পরিবহনকেন্দ্র হিসেবে পরিচিত।২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস হামলা চালায়। এর জবাবে সেদিন থেকেই গাজায় তাণ্ডব শুরু করেছে ইসরায়েল। হামাসের প্রতি সমর্থন জানিয়ে গত বছর থেকে হিজবুল্লাহও ইসরায়েলে স্বল্পমাত্রায় হামলা শুরু করেছে।লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ বলেন, গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ২ হাজার ৬০০ জনের বেশি নিহত হয়েছেন।

এদিকে সিরিয়ায় আলেপ্পোর কাছে আল সাফিরা শহর ও ইদলিবে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কয়েকজন সিরীয় সেনা আহত হন। আজ সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। সামরিক সূত্রের বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, কয়েকটি এলাকাকে বিমান হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।এ ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর বক্তব্য জানার চেষ্টা করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য