Thursday, January 16, 2025
বাড়িবিশ্ব সংবাদইরানে এক দিনে ২৯ জনের ফাঁসি কার্যকর

ইরানে এক দিনে ২৯ জনের ফাঁসি কার্যকর

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১০ আগস্ট: ইরানে ১ দিনে ২৯ জনের ফাঁসি কার্যকর হয়েছে। গত বুধবার তাঁদের এই ফাঁসি কার্যকর করা হয়। দেশটির অধিকারকর্মীরা জানিয়েছেন, এর মধ্যে একটি কারাগারেই ২৬ জনকে ফাঁসিতে ঝোলানো হয়।এমন সময়ে এই ঘটনা ঘটল, যখন ২০২২ সালে বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গত মঙ্গলবার ফাঁসিতে ঝোলানো হয়। নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, তেহরানের বাইরে খারাজের গেজেলহেসার কারাগারে ২৬ জনকে ও কারাজ শহর কারাগারে ৪ জনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এর মধ্যে দুজন আফগানিস্তানের নাগরিক রয়েছেন। তাঁরা খুন, মাদক ও ধর্ষণের সঙ্গে জড়িত ছিলেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক আরও দুই সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি ও সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরানও জানিয়েছে, কারাজে কমপক্ষে ২৪ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বরে হিজাবনীতি ভঙ্গ করার অভিযোগে দেশটির নীতি পুলিশ মাসা আমিনি নামের এক তরুণী আটক করেছিল। পরে পুলিশি হেফাজতে তাঁর মৃত্যু হয়। মাসার পরিবারের দাবি, মাসাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য