Tuesday, July 22, 2025
বাড়িবিশ্ব সংবাদইন্দোনেশিয়ায় সোনার খনিতে ভূমিধসে নিহত ১২, নিখোঁজ ১৮

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে ভূমিধসে নিহত ১২, নিখোঁজ ১৮

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৮ জুলাই: ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে প্রবল বৃষ্টির মধ্যে এক অবৈধ সোনার খনিতে ভূমিধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং ১৮ জন নিখোঁজ রয়েছেন।রোববার সকালে গোরন্টালো প্রদেশের সুয়াওয়া জেলায় ঘটনাটি ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থা বাসারনাসের স্থানীয় প্রধান হেরিয়ান্তো সোমবার জানান, ভূমিধসে যাদের মৃত্যু হয়েছে তারা সবাই অবৈধ খনিটির কর্মী ও এর আশপাশের বাসিন্দা।উদ্ধারকর্মীদের দলগুলো পাঁচজনকে জীবিত উদ্ধার করেছে আর নিখোঁজ ১৮ জনের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, “নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে যেতে আমরা ১৬৪ জনকে মোতায়েন করেছি, এদের মধ্যে জাতীয় উদ্ধারকারী দলগুলোর পাশাপাশি পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরাও আছেন।”হেরিয়ান্তো জানান, ভূমিধসের স্থানটিতে যেতে উদ্ধারকর্মীদের প্রায় ২০ কিলোমিটার হাঁটতে হয়েছে কিন্তু টানা বৃষ্টি ও ঘন কাদার জন্য উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে।“সম্ভব হলেই আমরা এক্সক্যাভেটর ব্যবহার করার চেষ্টা করবো,” বলেছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সামাজিক মাধ্যমে ক্ষতিগ্রস্ত গ্রামটির কিছু ছবি শেয়ার করেছে বাসারনাস; তাতে ভূমিধসে বেশ কিছু বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এমনটি দেখা গেছে।ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, ওই ভূমিধসে অনেকগুলো বাড়ি ও একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।সোমবার ও মঙ্গলবার গোরন্টালোর কিছু এলাকায় আরও বৃষ্টি হতে পারে আর ওই সময় ফের এ ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপিবি।এপ্রিলে দক্ষিণ সুলাওয়েসিতে অতি প্রবল বৃষ্টির সময় আরেকটি ভূমিধসে অন্তত ১৮ জন নিহত হয়েছিল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!