Friday, March 29, 2024
বাড়িবিশ্ব সংবাদতাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মার্চ। তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বলেছেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতি আটকাতে তাইওয়ান বিষয়ে তাদের ভেবে-চিন্তে পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।

চীনের প্রেসিডেন্ট শি শুক্রবার এক ভিডিও কলে বাইডেনকে বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের কেউ কেউ তাইওয়ানের স্বাধীনতাপন্থি বাহিনীকে ভুল সংকেত পাঠাচ্ছে এবং সেটা খুবই বিপদজনক।‘‘যদি তাইওয়ান ইস্যু সঠিকভাবে পরিচালিত না হয় তবে তা দুই দেশের সম্পর্কের উপর তা বিধ্বংসী প্রভাব ফেলবে।”চীনের কাছে অত্যন্ত সংবেদনশীল বিষয়গুলোর একটি তাইওয়ান। তাইওয়ান নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও চীন তা মানে না। বরং চীন তাইওয়ানকে তাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে, যেটা পুনরায় এক হবে। এই এক হওয়ার প্রক্রিয়ায় প্রয়োজন পড়লে বলপ্রয়োগের হুঁশিয়ারিও বহুদিন আগেই উচ্চারণ করে রেখেছে চীন।

চীন বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ান সব থেকে সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ ইস্যু।

যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক কোনো সম্পর্ক নেই। কিন্তু তারা আন্তর্জাতিকভাবে তাইওয়ানের সব থেকে বড় সমর্থক এবং অস্ত্রের যোগানদাতা দেশ।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরু করলে তাইওয়ানের জন্যও একই ভবিষ্যৎ অপেক্ষা করছে কিনা তা নিয়ে আলোচনা আরম্ভ হয়।বিবৃতিতে বলা হয়, শি’র সঙ্গে বৈঠকে বাইডেন তাদের তাইওয়ান নীতিতে কোনো পরিবর্তন না আনার কথা পুনর্ব্যক্ত করেছেন এবং জোর দিয়ে বলেছেন, (তাইওয়ান ইস্যুতে) বর্তমান স্থিতিশীল অবস্থার কোনো ধরনের একতরফা পরিবর্তনের বিরোধিতা করা অব্যাহত রাখবে ওয়াশিংটন।

চীন গত দুই বছর ধরে তাইওয়ান প্রণালীর কাছে তাদের সামরিক কার্যক্রম অনেক বাড়িয়ে দিয়েছে।তাইওয়ান প্রণালীতে বর্তমান স্থিতিশীল অবস্থা অব্যাহত রাখার পক্ষে সমর্থন দেওয়ায় বাইডেনকে ধন্যবাদ দিয়েছে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়।ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানানোর পাশাপাশি তাইওয়ান রাশিয়ার বিরুদ্ধে চীনকে শক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানিয়েছে।তাইওয়ান নিজেও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পশ্চিমাদলে যোগ দিয়েছে এবং ইউক্রেইনের শরণার্থীদের জন্য মানবিক সাহায্য পাঠিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য