Sunday, July 20, 2025
বাড়িবিশ্ব সংবাদকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি!

কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি!

স্যন্দন ডিজিটাল ডেস্ক। ২০ মে ||   কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি! সোমবার সকালে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করল ইরানের জাতীয় সংবাদমাধ্যম। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাইসির সঙ্গে থাকা ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানেরও। জানা গিয়েছে, চপারটিতে থাকা অন্য আধিকারিকরাও আর কেউ বেঁচে নেই। সোমবার সকালেই উদ্ধারকারীরা খোঁজ পেয়েছিলেন রাইসির কপ্টারের। 

রবিবার আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে আরস নদীর উপরে একটি বাঁধ উদ্বোধন করার কথা ছিল রাইসির। সেই কর্মসূচিই ভয়ংকর বিপদ ডেকে আনে। একটি পার্বত্য অঞ্চল পেরিয়ে যাওয়ার সময় কপ্টারটি নিয়ন্ত্রণ হারায়। মূলত প্রবল বৃষ্টি এবং ঘন কুয়াশায় পথ হারিয়ে ফেলেছিলেন পাইলট। এর পর সেটি উত্তর-পশ্চিম ইরানের একটি পাহাড়ে আছড়ে পড়ে। ওই এলাকাটি তেহরান শহর থেকে ৬০০ কিলোমিটার দূরে। পূর্ব আজারবাইজানের অংশ। শুরুতে জানা গিয়েছিল, চপারটিকে বাজেভাবে জরুরি অবতরণ করানো হয়। যদিও পরে জানা যায়, সেটি পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে।

এর পর যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। তবে খারাপ আবহাওয়ার জন্য তল্লাশি চালাতে বেশ অসুবিধায় পড়তে হয় উদ্ধারকারী দলকে। রাতভর তল্লাশি চালানো হয়। অবশেষে দুর্ঘটনার ১২ ঘণ্টা পর সোমবার সকালে রাইসির কপ্টারটির খোঁজ পান উদ্ধারকারীরা। তখনই তাঁরা সংবাদমাধ্যমে জানান, হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। পরিস্থিতি খুবই খারাপ। ফলে কারওরই আর বেঁচে থাকার সম্ভাবনা নেই। এর কিছুক্ষণ পরই ইরানের জাতীয় সংবাদমাধ্যম রাইসি ও বিদেশমন্ত্রী আমিরাবদোল্লাহিয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করে। 

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!