স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ এপ্রিল: থাইল্যান্ডে মন্ত্রিসভার রদবদলে উপ-প্রধানমন্ত্রীর পদ হারানোর পর পদত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রী বাহিদ্ধা-নুকারা। এরই মধ্যে প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।থাই সরকারের মুখপাত্র চাই ওয়াচারোঙ্কে রোববার একথা জানিয়েছেন। তিনি বলেন,”পার্নপ্রীর পদত্যাগ সরকারের পররাষ্ট্রবিষয়ক কোনও কাজে প্রভাব ফেলবে না। কারণ, মন্ত্রণালয়ের স্থায়ী সেক্রেটারি এবং কর্মকর্তারা তার পরিবর্তে কাজ চালাতে পারেন।”তবে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে প্রার্নপ্রীর কোনও সাড়া পাওয়া যায়নি।থাইল্যান্ডের রাজার অনুমোদিত ও সরকারি রয়্যাল গেজেটে প্রকাশিত নতুন মন্ত্রিসভার তালিকায় দেখা গেছে, পার্নপ্রী কেবল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তালিকাভুক্ত রয়েছেন। উপ-প্রধানমন্ত্রীর পদে তার নাম আর নেই।
উপ-প্রধানমন্ত্রীর পদ হারিয়ে থাই পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
সম্পরকিত প্রবন্ধ