স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৪ মার্চ: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কিং সিটি তে একটি আবাসিক ভবনের সামনের উঠানে পার্টি চলাকালে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ওই পার্টি চলাকালে হঠাৎই গাড়িতে করে অজ্ঞাত বন্দুকধারীরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পার্টি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।কর্তৃপক্ষ জানান, গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন প্রাপ্তবয়স্ক পুরুষ মারা যান। গুলিবিদ্ধ এক নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।গুলিবিদ্ধ আরো তিন পুরুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কিং সিটি পুলিশ। বলেছে, পলাতক হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ক্যালিফোর্নিয়ায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত ৪
সম্পরকিত প্রবন্ধ