Saturday, January 25, 2025
বাড়িবিশ্ব সংবাদনাইজেরিয়ার নামাজ চলাকালে মসজিদ ধসে নিহত ৭

নাইজেরিয়ার নামাজ চলাকালে মসজিদ ধসে নিহত ৭

স্যন্দন ডিজিটেল ডেস্ক, আগরতলা ,১২ আগস্ট: নাইজেরিয়ার কাদুনা রাজ্যে নামাজ চলাকালে একটি মসজিদ ধসে পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন।শুক্রবার উত্তরাঞ্চলীয় রাজ্যটির জারিয়া শহরের এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন; খবর বার্তা সংস্থা রয়টার্সের।জারিয়া আমিরাত কাউন্সিলের মুখপাত্র আব্দুল্লাহি কওয়াবাই জানান, নগরীর কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজ পড়ার জন্য কয়েকশ মানুষ জড়ো হওয়ার পর এ ঘটনা ঘটে।“প্রথমে চারটি মৃতদেহ পাওয়া গিয়েছিল। পরে উদ্ধারকারী দল এসে মসজিদের ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে আরও তিনটি মৃতদেহ উদ্ধার করে,” বলেন তিনি।আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে। দেশটিতে ভবন নির্মাণ বিধিমালা খুব গুরুত্ব দিয়ে মানা হয় না আর এ বিষয়ে কর্তৃপক্ষের নজরদারিও দুর্বল। নির্মাণকাজে প্রায়ই নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য