Wednesday, May 21, 2025
বাড়িবিশ্ব সংবাদকলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাঁচ রাজনীতিক নিহত

কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাঁচ রাজনীতিক নিহত

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২০ জুলাই: কলম্বিয়ায় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে পাঁচ রাজনীতিবিদ ও এক পাইলট নিহত হয়েছেন।গতকাল বুধবার কলম্বিয়ার মধ্যাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত পাঁচ রাজনীতিক দেশটির ডানপন্থী দল ডেমোক্রেটিক সেন্টারের সদস্য।কলম্বিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি দেশটির বোয়াকা বিভাগের সান লুইস ডি গ্যাসেনোর পৌর এলাকায় বিধ্বস্ত হয়।উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় কলম্বিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ডেমোক্রেটিক সেন্টারের পাঁচ রাজনীতিবিদের নিহত হওয়ার বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক ঘটনা হিসেবে অভিহিত করেছে দলটি।টুইটারে ডেমোক্রেটিক সেন্টার জানিয়েছে, দলটির নিহত পাঁচ রাজনীতিক হলেন—সাবেক সিনেটর নোহোরা টোভার, বিভাগীয় আইনপ্রণেতা ডিমাস ব্যারেরো, গভর্নর পদপ্রত্যাশী এলিওডোরো আলভারেজ ও ভিলাভিসেনসিও পৌর কাউন্সিলর অস্কার রদ্রিগেজ।স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, উড়োজাহাজটি ভিলাভিসেনসিও থেকে বোগোতা যাচ্ছিল। বোগোতায় ডেমোক্রেটিক সেন্টারের একটি অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানেই অংশ নিতে যাচ্ছিলেন দলটির পাঁচ রাজনীতিক।উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনা নিয়ে টুইট করেছেন দেশটির বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। তিনি এই ঘটনায় দুঃখ ও সমবেদনা জানিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!