স্যন্দন ডিজিটেল ডেস্ক,৪ জুলাই: রাশিয়ার রাজধানী মস্কোতে অন্তত তিনটি ড্রোন যোগে হামলার চেষ্টা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।বার্তা সংস্থা তাস জরুরি পরিষেবার এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, মঙ্গলবার সকালে মস্কোর প্রান্তে নগরীর দিকে এগোতে থাকা দুটি ড্রোনকে ভূপাতিত করা হয়, আরেকটিকে নিকটবর্তী কালুগা অঞ্চলে বাধা দেওয়া হয়। “প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনটি ড্রোন মস্কোর দিকে এগিয়ে আসছিল, দুটিকে নিউ মস্কোতে এবং অপরটিকে কালুগা অঞ্চলে রেডিও ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে ভূপাতিত করা হয়,” ওই কর্মকর্তা এমনটি বলেছেন বলে প্রতিবেদনে দেওয়া উদ্ধৃতিতে জানিয়েছে তাস। ড্রোনগুলোর ধ্বংসাবশেষের আঘাতে কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি।
জরুরি পরিষেবার আরেক কর্মকর্তা বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে জানিয়েছেন, মস্কোর প্রান্তে যে দুটি ড্রোন ভূপাতিত হয়েছে সেগুলোর ধ্বংসাবশেষ ভিনুকোভা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ভ্যালুয়েভো এলাকার খোলা মাঠে পড়েছে। আরটি নিউজ অ্যাপ জানিয়েছে, বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সময় ভোর ৬টার দিকে নিউ মস্কোতে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। বেশ কয়েকটি টেলিগ্রাম চ্যানেল বাতাসে ধোঁয়ার ভিডিও শেয়ার করেছে। দুই সপ্তাহ আগে রাশিয়ার সামরিক বাহিনী মস্কো অঞ্চলে ইউক্রেইনের একটি কথিত হামলা চেষ্টা প্রতিহত করেছিল। ওই হামলা চেষ্টায় ব্যবহার করা তিনটি বিমানের মতো দেখতে ড্রোনকেও ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে ভূপাতিত করা হয়েছিল বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, মস্কোয় হামলা চালানোর জন্য কিইভ আটটি ড্রোন পাঠিয়েছিল, সেগুলো এয়ার ডিফেন্সের গুলিতে ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে ভূপাতিত করা হয়। এই ড্রোন হামলায় কেউ গুরুতর আহত না হলেও বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়।