স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৬ জুন: রাশিয়ার মিলিশিয়া বাহিনী ওয়াগনারের সশস্ত্র বিদ্রোহ থামার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে ইউক্রেইনে লড়াইরত সেনাদের পরিদর্শন করতে দেখা গেছে।সোমবার সকালে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে তাকে এক সহকর্মীর সঙ্গে বিমানে কথা বলতে এবং রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় সামরিক বিভাগ পরিচালিত একটি কমান্ড পোস্টে তাদের কার্যক্রমের প্রতিবেদন শুনতে ও সেনা পরিদর্শন করতে দেখা গেছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।বিদ্রোহ থামাতে ওয়াগনারের সঙ্গে হওয়া সমঝোতার পর এই প্রথমবার শোইগুকে একটি ভিডিওতে দেখা গেল। দুই দিন আগে শেষ হওয়া ওয়াগনারের বিদ্রোহের অন্যতম প্রধান দাবি ছিল প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে শোইগুর পদত্যাগ।তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। নতুন এ ভিডিওটিতে রুশ প্রতিরক্ষামন্ত্রীকে শান্ত ও শারীরিকভাবে অক্ষত দেখা গেছে।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেলিভিশন জেভেজদা বলেছে, শোইগু ইউক্রেইন যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে পশ্চিমাঞ্চলীয় সামরিক গ্রুপের কমান্ডার কর্নেল জেনারেল ইয়েভগেনি নিকিফোরোভের করা প্রতিবেদন শোনেন।ভাড়াটে বাহিনী ওয়াগনার চলতি সপ্তাহের শুরুতে যে বিদ্রোহ দেখিয়েছিল, তাতে মিলিশিয়া বাহিনীটির প্রধান ইয়েভগেনি প্রিগোজিন ‘ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠায়’ প্রতিরক্ষামন্ত্রী শোইগু ও চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে তার হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন। তারা রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক বাহিনীর সদরদপ্তরের দখলও নিয়ে নিয়েছিল।
এই দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে অদক্ষতা ও দুর্নীতির অভিযোগ আনা প্রিগোজিন দীর্ঘদিন ধরেই তাদের পদত্যাগ দাবি করে আসছিলেন।গেরাসিমভকে এখনও প্রকাশ্যে দেখা যায়নি; যে সমঝোতার মাধ্যমে ওয়াগনারের বিদ্রোহের ইতি ঘটেছে, ওই সমঝোতার বিষয়ে বলতে গিয়ে দায়িত্বে কোনো রদবলের কথাও জানায়নি ক্রেমলিন।তারা বলেছে, দায়িত্ব রদবদলের এখতিয়ার একান্তই প্রেসিডেন্ট পুতিনের, কোনো চুক্তিতে এই বিষয়ক কিছু থাকার সম্ভাবনা নেই বললেই চলে।জেভেজদা বলেছে, সফরে গিয়ে শোইগু জাপাদ বা পশ্চিমাঞ্চলীয় সামরিক বিভাগের নতুন রিজার্ভ ফোর্স গঠন বিষয়ে খোঁজখবর নেন এবং কৌশলগত এলাকায় শত্রুদের সামরিক সরঞ্জাম ও সৈন্য সমাবেশ শনাক্তকরণ এবং ধ্বংসে রুশ সেনাবাহিনীর ‘উচ্চতর দক্ষতার’ বিষয়টি উল্লেখ করেন।যুদ্ধক্ষেত্রের অনেক পশ্চাতে ইউক্রেইনের সেনাদের স্বচ্ছন্দ চলাচল ব্যাহত করতে ও তাদের পরিকল্পনা সম্বন্ধে আগেভাগে জানতে এই সামরিক বিভাগকে কার্যকর টহল অব্যাহত রাখার কাজ দেন শোইগু।জেভেজদা জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী বিশেষ সামরিক বাহিনীতে অংশ নেওয়া সেনাদের সব ধরনের সহযোগিতা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া এবং সেনাদের নিরাপদ আবাস নিশ্চিতে পরিস্থিতি সৃষ্টির ওপর বিশেষ জোর দেন।প্রিগোজিনের নেতৃত্বে শনিবার বিদ্রোহীরা তাদের ভাষায় রাশিয়ার দুর্নীতিবাজ ও অদক্ষ সামরিক নেতৃত্বকে উৎখাতে মস্কোর দিকে রওনা দিলেও আচমকাই বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সন্দার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় হওয়া সমঝোতায় বিদ্রোহে ক্ষান্ত দেয় এবং রাশিয়ার দখলে থাকা পূর্ব ইউক্রেইনে ফিরে যায়।ওই সমঝোতা অনুযায়ী, ক্যাম্পে ফিরে যাওয়ার বিনিময় বিদ্রোহীদের বিরুদ্ধে হওয়া ফৌজদারি মামলা প্রত্যাহার করা হবে আর প্রিগোজিন চলে যাবেন বেলারুশে, বলেছে ক্রেমলিন।