স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৫ মার্চ: কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোন ও রুশ যুদ্ধবিমান এসইউ-২৭–এর মধ্যে সংঘর্ষের ঘটনাকে উসকানি হিসেবে দেখছে মস্কো। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ রাশিয়ার সংবাদ সংস্থা রিয়াকে এ কথা বলেছেন।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করার পর আন্তোনভ বলেন, ‘আমরা এ ঘটনাকে উসকানি হিসেবে দেখছি।’গতকাল মঙ্গলবার মার্কিন সামরিক এমকিউ-নাইন নজরদারি ড্রোন কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়েছে। পেন্টাগন বলেছে, রাশিয়ার যুদ্ধবিমান এসইউ-২৭ ড্রোনটির প্রোপেলারে আঘাত করার পর এটি বিধ্বস্ত হয়। ইউক্রেনে রাশিয়ার হামলার পর প্রথমবারের মতো এ ধরনের ঘটনা ঘটল।রাশিয়া এ ঘটনায় কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে। কৌশলগত মহড়া চালানোর পর ড্রোনটি বিধ্বস্ত হয়েছে।আন্তোনভ আরও বলেছেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তাঁর বৈঠক গঠনমূলক ছিল। তিনি বলেন, ‘আমাদের জন্য আমরা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কোনো সংঘর্ষ চাই না। আমরা রুশ ও মার্কিনদের স্বার্থে কার্যকর সম্পর্ক গড়ে তোলার পক্ষে।’
ড্রোনের ঘটনা যুক্তরাষ্ট্রের উসকানি: রাশিয়ার দূত
সম্পরকিত প্রবন্ধ