Friday, March 21, 2025
বাড়িবিশ্ব সংবাদড্রোনের ঘটনা যুক্তরাষ্ট্রের উসকানি: রাশিয়ার দূত

ড্রোনের ঘটনা যুক্তরাষ্ট্রের উসকানি: রাশিয়ার দূত

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৫ মার্চ: কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোন ও রুশ যুদ্ধবিমান এসইউ-২৭–এর মধ্যে সংঘর্ষের ঘটনাকে উসকানি হিসেবে দেখছে মস্কো। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ রাশিয়ার সংবাদ সংস্থা রিয়াকে এ কথা বলেছেন।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করার পর আন্তোনভ বলেন, ‘আমরা এ ঘটনাকে উসকানি হিসেবে দেখছি।’গতকাল মঙ্গলবার মার্কিন সামরিক এমকিউ-নাইন নজরদারি ড্রোন কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়েছে। পেন্টাগন বলেছে, রাশিয়ার যুদ্ধবিমান এসইউ-২৭ ড্রোনটির প্রোপেলারে আঘাত করার পর এটি বিধ্বস্ত হয়। ইউক্রেনে রাশিয়ার হামলার পর প্রথমবারের মতো এ ধরনের ঘটনা ঘটল।রাশিয়া এ ঘটনায় কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে। কৌশলগত মহড়া চালানোর পর ড্রোনটি বিধ্বস্ত হয়েছে।আন্তোনভ আরও বলেছেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তাঁর বৈঠক গঠনমূলক ছিল। তিনি বলেন, ‘আমাদের জন্য আমরা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কোনো সংঘর্ষ চাই না। আমরা রুশ ও মার্কিনদের স্বার্থে কার্যকর সম্পর্ক গড়ে তোলার পক্ষে।’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য