Tuesday, January 14, 2025
বাড়িবিশ্ব সংবাদইন্দোনেশিয়ায় তেল সংরক্ষণাগারে আগুনে নিহত ১৭, আতঙ্কে স্থানীয়রা

ইন্দোনেশিয়ায় তেল সংরক্ষণাগারে আগুনে নিহত ১৭, আতঙ্কে স্থানীয়রা

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৪ মার্চ: ইন্দোনেশিয়ার জাকার্তায় রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি পারটামিনা পরিচালিত একটি জ্বালানি সংরক্ষণাগারে আগুন লেগে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জন। শুক্রবার এ অগ্নিকাণ্ড হয়েছে। জাকার্তার মূল ফায়ার সার্ভিস দলের এক কর্মকর্তা নিহতের এ সংখ্যা উল্লেখ করেছেন।শুক্রবার স্থানীয় সময় রাত আটটার পর সংরক্ষণাগারটিতে আগুন লাগে। এতে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে আশপাশের কিছু ঘরবাড়িও পুড়ে গেছে। টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ নিজেদের মালামাল নিয়ে অন্য জায়গায় সরে যাচ্ছেন।রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি পারটামিনার এক মুখপাত্র শুক্রবার বলেন, রাত সাড়ে ১০টার দিকে আগুন নেভানো হয়েছে।ফায়ার সার্ভিসের কর্মকর্তা রহমত ক্রিসতান্তো বলেন, এ আগুন লাগার ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দুই শিশুও আছে। এ ছাড়া আরও এক শিশু আহত হয়েছে।

জাকার্তার ভারপ্রাপ্ত গভর্নর হেরু বুদি হারতোনো সাংবাদিকদের বলেন, আহত ব্যক্তিদের বেশির ভাগই দগ্ধ হয়েছেন। সরকারি খরচে তাঁদের চিকিৎসা দেওয়া হবে।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ফুটেজে আগুন লাগার পরপরই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অবশ্য রয়টার্স ভিডিও ক্লিপটির সত্যতা নিশ্চিত হতে পারেনি।জাকার্তার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলেছে, স্থানীয় বাসিন্দাদের আশপাশের মসজিদে সরিয়ে নেওয়া হয়েছে।জাকার্তার প্রধান অগ্নিনির্বাপণ কেন্দ্র বলছে, আগুনের মাত্রা খুব তীব্র ছিল। তাদের ৫১টি ইউনিটকে নর্থ জাকার্তার প্লামপাং এলাকায় পাঠানো হয়েছিল।পারটামিনার এক বিবৃতিতে বলা হয়, কী কারণে আগুন লেগেছে, তা জানতে তদন্ত চলছে।কোম্পানিটি আরও বলেছে, জাকার্তা এলাকায় জ্বালানি সরবরাহব্যবস্থা নিরাপদ রয়েছে। অন্যান্য টার্মিনাল থেকে সেখানে সরবরাহের কথা ভাবা হচ্ছে।ইন্দোনেশিয়ার জ্বালানিমন্ত্রীর তথ্যানুযায়ী, সংরক্ষণাগারটির ধারণক্ষমতা তিন লাখ কিলো লিটারের বেশি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য