স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ জানুয়ারি:
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর উগ্র ডানপন্থী দলের নেতা গতকাল বুধবার বলেছেন, গত রোববার সরকারি ভবনে হামলা ও লুটতরাজে দলের কেউ জড়িত থাকলে, তাঁদের অবিলম্বে বহিষ্কার করা হবে।লিবারেল পার্টির প্রেসিডেন্ট ভ্লাদেমার কোস্তা নেতো বলেছেন, তাঁর দল গত রোববারের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে। ওই দিন বলসোনারোর সমর্থকেরা সুপ্রিম কোর্ট, কংগ্রেস ও প্রেসিডেন্টের ভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছেন।এক সাক্ষাৎকারে ভ্লাদেমার কোস্তা নেতো আরও বলেন, ‘যদি সরকারি ভবনে হামলার ভিডিওতে দলের সদস্যদের দেখা যায়, তাহলে আমরা তাঁদের বরখাস্ত করব।’ তিনি আরও বলেন, ‘উগ্রপন্থী সংখ্যালঘুরা এ হামলা, ভাঙচুরের সঙ্গে জড়িত। তাঁরা আমাদের দলের নয়।’বলসোনারো হামলা চালানোর কারণে জনসম্মুখে সমর্থকদের নিন্দা জানাননি। তিনি নির্বাচনে পরাজয় মেনে নেননি। তাঁকে আবার ক্ষমতায় বসাতে সামরিক অভ্যুত্থানের আহ্বান জানিয়েছেন।মেয়াদ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা আগেই বলসোনারো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার জন্য ব্রাজিল ছাড়েন। পেটে ব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
কোস্তা নেতো রয়টার্সকে বলেন, তিনি আশা করেন, বলসোনারো শিগগিরই ব্রাজিলে ফিরবেন। বলসোনারো ২০২৪ সালে স্থানীয় নির্বাচন সামনে রেখে ডানপন্থী রাজনৈতিক দলকে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। তিনি ২০২৬ সালে প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনে প্রার্থী হবেন।দলের কর্মকর্তারা বলছেন, অনুপস্থিতির কারণে বলসোনারোর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কট্টর ডানপন্থী রাজনীতিক বলসোনারোর শত শত সমর্থক গত রোববার দেশটির কংগ্রেস ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্ট ভবনে হামলা চালান।যুক্তরাষ্ট্র থেকে বলসোনারো এ হামলার নিন্দা জানিয়েছেন। তবে তিনি দায় নিতে অস্বীকৃতি জানিয়েছেন। বলসোনারোর সমর্থকদের হামলার প্রতিবাদে গতকাল ব্রাজিলের অন্যতম বড় শহর সাও পাওলোতে হাজারো মানুষ বিক্ষোভ সমাবেশ করেছেন। গণতান্ত্রিক মূল্যবোধের সমর্থনে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশ থেকে বলসোনারোকে কারাগারে পাঠানোর জন্য স্লোগান দেওয়া হয়।