স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,১০ ডিসেম্বর: রাশিয়া ও ইরানের সম্পর্ক উষ্ণ হয়ে এখন পরিপূর্ণ প্রতিরক্ষা অংশীদারিত্বে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কারবি বলেছেন, রাশিয়া নজিরবিহীন সামরিক সহায়তা দিচ্ছে। ওই দুই দেশ যৌথভাবে প্রাণঘাতী ড্রোন উৎপাদনের বিষয়টি বিবেচনা করছে, এমন বিবরণ যুক্তরাষ্ট্র দেখেছে বলে জানিয়েছেন তিনি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেইনে হামলা চালাতে ইরানি ড্রোন ব্যবহার করছে, সম্প্রতি কিইভ এমন অভিযোগ করার পর দেশ দুটির মধ্যে সহযোগিতার বিষয়টি সামনে এসেছে।ইরান প্রথমে রাশিয়াকে কোনো ড্রোন পাঠানোর কথা অস্বীকার করেছিল, কিন্তু পরে কবুল করে ইউক্রেইনে আক্রমণ শুরু হওয়ার আগেই তারা কিছু ড্রোন পাঠিয়েছিল। কারবি বলেছেন, ড্রোন উৎপাদনের ক্ষেত্রে ইরান ও রাশিয়ার অংশীদারিত্ব ইউক্রেইন, ইরানের প্রতিবেশী দেশগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ক্ষতিকর হতে পারে।তিনি বলেন, “অস্ত্র উৎপাদন, প্রশিক্ষণের মতো ক্ষেত্রগুলোতে রাশিয়া ইরানের সঙ্গে সহযোগিতা করতে চাইছে।”তিনি আরও জানান, রাশিয়া ইরানকে হেলিকপ্টার, আকাশ প্রতিরক্ষা পদ্ধতিসহ ‘অত্যাধুনিক সামরিক উপকরণ সরবরাহ’ করতে পারে বলে আশঙ্কা যুক্তরাষ্ট্রের।
কারবি বলেন, “ইরান রাশিয়ার শীর্ষ সামরিক সমর্থনকারী হয়ে উঠেছে। লাখ লাখ ইউক্রেইনীয়কে বিদ্যুৎ, তাপসহ গুরুত্বপূর্ণ সেবাগুলো থেকে বঞ্চিত করার জন্য রাশিয়া ইরানি ড্রোন ব্যবহার করছে। ইউক্রেইনের লোকজন এখন প্রকৃতপক্ষে মারা যাচ্ছে ইরানের পদক্ষেপের ফলে।” কারবির মন্তব্যে সাড়া দিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, ইরান রাশিয়ার অন্যতম প্রধান সামরিক সহায়তাকারী হয়ে উঠেছে, তাদের এ সম্পর্ক বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি।এই দুই দেশের মধ্যে হওয়া ‘নীতিহীন চুক্তির’ মাধ্যমে ইরান রাশিয়ায় কয়েকশ ড্রোন পাঠিয়েছে বলে মন্তব্য করেন তিনি।তিনি জানান, রাশিয়া কয়েকশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ অস্ত্রের যোগান বাড়াতে চাইছে আর তাই আসছে মাসগুলোতে রাশিয়ার সামরিক বাহিনীর জন্য ইরানের সহযোগিতা বাড়বে বলে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত যুক্তরাজ্য। রাশিয়াকে ‘কামিকাজে’ ড্রোন সরবরাহের জন্য ইরানকে দায়ী করেছে ইউক্রেইন; এ ধরনের ড্রোন ব্যবহার করে চালানো একের পর এক হামলায় ১৭ অক্টোবর অন্তত আট জন নিহত হয়েছিল।প্রাথমিকভাবে ইরান ইউক্রেইনের অভিযোগ অস্বীকার করেছিল, কিন্তু পরে কবুল করে তারা ইউক্রেইনে যুদ্ধের ‘অনেক মাস’ আগে রাশিয়াকে ‘সীমিত সংখ্যক’ ড্রোন পাঠিয়েছিল।