স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,২৮ অক্টোবর: সাম্রাজ্যের আলোচিত ‘যুবরাজ’ জে ওয়াই লি কে নির্বাহী চেয়ারম্যান হিসাবে ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং।লি দীর্ঘদিন ধরেই কার্যত স্যামসাংয়ের নেতৃত্বে ছিলেন। বাবা লি গন হি’র সময় থেকেই স্যামসাংয়ের সবচেয়ে অর্থকরি ব্যবসা মোবাইল বিভাগ ছিল তার অধীনে। তিন বছর আগে লি গন হির অসুস্থতার কারণে সম্ভাব্য উত্তরাধিকার হিসেবে আলোচনায় আসেন জে ওয়াই লি। তিনি লি জে ইয়ং নামেও পরিচিত।বৃহস্পতিবার নির্বাহী চেয়ারম্যান হিসাবে জে ওয়াই-এর নিয়োগ স্যামসাং বোর্ড চূড়ান্ত করে বলে প্রতিবেদনে জানিয়েছে সিএনএন। এর আগে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন তিনি।লি’র নিয়োগের ব্যাখ্যায় স্যামসাং বোর্ড ‘বৈশ্বিক বাণিজ্যে চলতি অনিশ্চয়তায় ব্যবসায়িক স্থিতিশীলতা ও শক্তিশালী জবাবদিহিতার’ প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে ।অর্থ আত্মসাৎ ও ঘুষসহ বিভিন্ন অপরাধে ক্ষমাপ্রাপ্তির কয়েক মাস পর দক্ষিণ কোরিয়ার অন্যতম শীর্ষ ক্ষমতাধর পরিবারের সন্তান লি স্যামসাংপ্রধান হয়ে উঠলেন।উল্লিখিত ওই অপরাধের জন্য আগস্টে দেশটির রাষ্ট্রপতি ব্যক্তিগতভাবে তাকে ক্ষমা করে দেন। সে সময় এর কারণ হিসাবে সরকারের তরফে বৈশ্বিক অর্থনৈতিক সংকটে শীর্ষ ব্যবসায়ীদের প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে।
এর আগে আদালতের রায়ে কোনো আনুষ্ঠানিক পদে লি’র অধিষ্ঠিত থাকার উপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি ছিল। সাজা হিসাবে এই শতকোটিপতি দু’বার জেল খেটেছেন। তবে, গত বছর থেকে তিনি প্যারোলে বাইরে ছিলেন।২০১৪ সালে তৎকালীন স্যামসাং চেয়ারম্যান লি গন হি হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় চলে গেলে ‘ডি ফ্যাক্টো’ প্রধান হিসাবে লি জে ইয়ং হাল ধরেন। সিনিয়র লি মারা যান ২০২০ সালে।এ সপ্তাহেই জুনিয়র লি তার বাবার দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে আয়োজিত কর্মীসভায় তার বাবার “ঐতিহ্য ধরে রাখার” প্রতিজ্ঞা করেন।“এই সময়ে আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, এবং কখনও কখনও সাফল্য অর্জনের পথে আমরা সংগ্রাম করেছি। কোন সন্দেহ নেই, আমরা একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি।”“এখন আমাদের পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করার সময়।” – লি যোগ করেন।তার এই বক্তব্য স্যামসাংয়ের মে মাসে নেওয়া উচ্চাভিলাষী পরিকল্পনার সঙ্গে মেলে। আসছে পাঁচ বছরে স্যামসাং ৩৫ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে। এতে ৮০ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।ঘোষিত এই বিনিয়োগের সিংহভাগ নিজ দেশেই কাজে লাগানোর পরিকল্পনা করেছে স্যামসাং এবং এখন মাইক্রোচিপ উৎপাদনেই কোম্পানিটির নজর বলে প্রতিবেদনে বলেছে সিএনএন।বৃহস্পতিবারই প্রকাশিত আয়ের প্রতিবেদনে স্যামস্যাং পরিচালন মুনাফা প্রায় এক তৃতীয়াংশ কমে যাওয়ার হিসাব দিয়েছে। মোট মুনাফা আগের বছরের এক হাজার একশ ১০ কোটি ডলারের বদলে হয়েছে ৭৬০ কোটি ডলার। কারণ হিসেবে কোম্পানিটি মোবাইল ফোন এবং টিভির বাজরে চাহিদা কমে যাওয়ার কথা বলেছে।তবে রেকর্ড বিক্রয়েরও উল্লেখ রয়েছে প্রতিবেদনে। “চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশ” সত্ত্বেও তৃতীয় প্রান্তিকে আয় প্রায় পাঁচ হাজার চারশ কোটি ডলারে পৌঁছেছে এবং সম্ভবত ২০২১ সালের আয়কে ছাড়িয়ে যাবে।এই ঘোষণার পর বৃহস্পতিবার সিউলে স্যামসাংয়ের শেয়ারের দাম বেড়েছে এক শতাংশ।