Saturday, January 18, 2025
বাড়িবিনোদনপ্রয়াত হন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ঋতুরাজ সিংহ

প্রয়াত হন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ঋতুরাজ সিংহ

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২০ ফেব্রুয়ারি: টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ। আচমকাই প্রয়াত হলেন ঋতুরাজ সিংহ। সোমবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৫৯।

বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। অগ্ন্যাশয় সম্পর্কিত সমস্যার কারণে বেশ কয়েক দিন ধরেই ভুগছিলেন। চিকিৎসা চলছিল তাঁর। সদ্য হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। ফিরতেই সোমবার রাত ১২টা নাগাদ প্রয়াত হন অভিনেতা। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন বন্ধু অমিত বহেল। তিনি বলেন, ‘‘হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ঋতুরাজের। দিন কয়েক আগে অগ্ন্যাশয়ের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঋতুরাজ। বাড়িতেও ফিরেছিলেন। তবে শেষরক্ষা হল না।” সম্প্রতি হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল ‘অনুপমা’-তে যশপালের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তবে তাঁর লম্বা কেরিয়ারে টেলিভিশন-সহ একাধিক সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউডের একাংশের। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অভিনেতা আরশাদ ওয়ারসি-সহ অন্যরা।

তিনি টেলিভিশনে ‘বনেগি আপনি বাত’, ‘জ্যোতি’, ‘হিটলার দিদি’, ‘দিয়া অউর বাতি হম’ সিরিয়ালে কাজ করেছেন। এ ছাড়াও আলিয়া ভট্ট, বরুণ ধওয়ানের সঙ্গে ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ ছবিতেও নজর কেড়েছিলেন ঋতুরাজ। ছিলেন ‘ইয়ারিয়া টু’ ছবিতেও।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য