স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩১ জুলাই : পেনশন পূর্নমূল্যায়ন সহ অন্যান্য দাবিতে বৃহস্পতিবার আগরতলা প্যারাডাইস চৌমুহনী এলাকায় ব্যাংক পেনশন ও ফ্যামিলি পেনশনভোগীদের গণঅবস্থান ও ধর্না কর্মসূচি সংগঠিত করা হয়।গণঅবস্থানে উপস্থিত ছিলেন সি বি পি আর ও -র অন্যতম প্রতিনিধি মিহির রঞ্জন বিশ্বাস। তিনি বলেন, পেনশন পূর্নমূল্যায়ন না হওয়ার প্রতিবাদে ও পেনশন পূর্নমূল্যায়ন সহ অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে গণ-অবস্থানের উদ্যোগ নেওয়া হয়। কারণ রাষ্ট্রয়াত্ব ব্যাংককে পেনশন স্কীমটি ১৯৯৩ সালে ২৫ শে অক্টোবর ইন্ডিয়ান ব্যাংকে এসোসিয়েশন ও ব্যাংক কর্মচারী সংগঠন ও ব্যাংক অফিসার সংগঠনগুলির যৌথ কমিটি ও ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের মাধ্যমে চুক্তি সাক্ষরিত হয়।
এর ভিত্তিতে ব্যাংক সমূহ, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার পরামর্শে ও কেন্দ্রীয় সরকারের অনুমোদনে ব্যাংক এমপ্লয়িজ পেনশন রেগুলেশন -১৯৯৫ বিধিমালা তৈরী করা হয়। পেনশন হলো একটি সামাজিক সুরক্ষা প্রকল্প। চাকুরির শর্ত হিসাবে পেনশন পুর্নমূল্যায়ন হবে এটাইতো নিয়ম। সুপ্রিম কোর্টের বিচারক রায় দিয়েছেন যে বেতন ও পেনশন সংশোধন একে অপরের সাথে অবিচ্ছেদ্য ও এটি আইনগত অধিকার। তাছাড়া ইন্ডিয়ান ব্যাংক এসোসিয়েশনের নিকট পেনশন ফান্ড যথেষ্ট সুস্থ ও মজবুত। পেনশন স্কীম গ্রহন করার সময় অবসর প্রাপ্ত ব্যাংক কর্মীরা তাদের প্রভিডেন্ট ফান্ডের ব্যাংকের অংশ তার সুদ সহ আই বি এ -র কাছে সমর্পন করেন ও তার থেকে পেনশন প্রদান করা হয়। তারপরেও কোন ঘাটতি থাকলে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া সহ দেশের ১২ টি সরকারী ব্যাংক তাদের মুনাফা থেকে পূরন করতে পারে। ব্যাংক গুলোর পেনশনভোগীদের জন্য পেনশন বা পেনশন পূর্নমূল্যায়নের অতিরিক্ত অর্থ কেন্দ্রীয় সরকার থেকে দিতে হয় না।
তাছাড়া রির্জাভ ব্যাংক অব ইন্ডিয়ার পেনশন ভোগীরা ২০০৯ সাল থেকে পেনশন আপডেশনের সুবিধা পাচ্ছেন। এই সুবিধা পাচ্ছেন নাবার্ড ও জেনারেল ইন্সুরেন্সের পেনশন ভোগীরা। তাই সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ ও সাধারণ সভার কর্মসূচি হিসাবে ত্রিপুরা রাজ্যেও ফেডারেশন অব স্টেট ব্যাংক অব ইন্ডিয়া পেনশনারর্স এসোসিয়েশন, ত্রিপুরা গ্রামীন ব্যাংক রিটায়ারীস এসোসিয়েশন ও অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পেনশনার এসোসিয়েনের সকল সদস্যরা সারা ভারতে ব্যাংকে সমূহের ১০ লক্ষ পেনশন ও ফেমিলি পেনশনভোগীদের স্বার্থ রক্ষার্থে নিম্নবর্নিত দাবিগুলি জরুরী ভিত্তিতে আই বি এ কে সমাধানের দাবি জানায় এবং দেশে সুশাসনের লক্ষে পেনশনভোগীদের দাবিগুলো পুরনের জন্য কেন্দ্রীয় অর্থদপ্তরের হস্তক্ষেপ অত্যন্ত জরুরী। তাই আজকের গণ অবস্থান থেকে দাবি করা হচ্ছে পেনশন পূর্নমূল্যায়ন করা, আই বি এ গ্রুপ মেডিক্যাল ইন্সুরেন্স প্রিমিয়াম পেনশনভোগীদের জন্য নিজ নিজ ব্যাংকগুলির বহন করা। দশ বছর পরেই কম্যুটেশন রেস্টোর করা, স্পেশাল এলাউন্সকে পেনশন ও গ্রেচুইটির সাথে যুক্ত করতে হবে, ৮০৮৮ পয়েন্টে মহার্ঘ ভাতা প্রদান করা।

