স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ জুলাই : ভূমিকম্পের পর সুনামি! রিখটার স্কেলে ৮.৮ মাত্রার কম্পনে দুলে উঠেছিল কামচটকা। তখনই জারি করা হয়েছিল সতর্কতা। এবার সুনামির ঢেউ আছড়ে পড়ল জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকা ও রাশিয়ার পূর্ব উপকূলের কুরিল দ্বীপে। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
ইতিমধ্যেই জাপানের তরফে পূর্বাভাস, বারবার সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। ঢেউ উঠতে পারে ৩ মিটার উচ্চতাতেও। উপকূলবর্তী এলাকা থেকে সমস্ত বাসিন্দাদের দ্রুত সরিয়ে দেওয়া হচ্ছে। যতক্ষণ না সতর্কতা তুলে নেওয়া হবে, ততক্ষণ ওই সমস্ত এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। খালি করা হয়েছে জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্র। সুনামির সতর্কতা জারি করা হয়েছে চিনের একাংশেও। আশঙ্কা রয়েছে আমেরিকাতেও সুনামি আছড়ে পড়ার।
এদিনের ভূমিকম্পের পর এক্স হ্যান্ডেলে সতর্কবার্তা জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘প্রশান্ত মহাসাগরে সংঘটিত এক বিশাল ভূমিকম্পের কারণে হাওয়াইবাসীদের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আলাস্কা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানও ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য দয়া করে https://tsunami.gov দেখুন। শক্ত থাকুন এবং নিরাপদ থাকুন!’
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা অনুসারে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আভাচা উপসাগরের উপকূলীয় শহর পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির ১২৫ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে। প্রাথমিকভাবে ভূমিকম্পের তীব্রতা ৮ বলে জানালেও পরে তা ৮.৮ বলে জানানো হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৯.৩ কিলোমিটার গভীরে।

