নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.): প্রযুক্তির ব্যবহার এবং সমস্ত রাজ্য ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে ভারতের উপকূলীয় সুরক্ষাকে দুর্ভেদ্য করার চেষ্টা করছে নরেন্দ্র মোদী সরকার। বৃহস্পতিবার এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই বৈঠকে দেশের উপকূলীয় নিরাপত্তার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।
এই বৈঠকে কী কী আলোচনা হয়েছে তাই টুইটারের মাধ্যমে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হিন্দিতে টুইট করে অমিত শাহ জানিয়েছেন, “উপকূলীয় নিরাপত্তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে। আরও জোরদার করার জন্য সকল সদস্য তাঁদের পরামর্শ দিয়েছেন। প্রযুক্তির ব্যবহার এবং সমস্ত রাজ্য ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে ভারতের উপকূলীয় সুরক্ষাকে দুর্ভেদ্য করার চেষ্টা করছে নরেন্দ্র মোদী সরকার।”