স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ জুন :২৯ জুন বিশ্ব পরিসংখ্যা দিবস। সামগ্র দেশের সাথে রাজ্যেও পালন করা হয় বিশ্ব পরিসংখ্যান দিবস। রাজধানীর প্রজ্ঞা ভবনে রবিবার পালন করা হয় বিশ্ব পরিসংখ্যান দিবস। উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা সহ পরিসংখ্যান দপ্তরের আধিকারিকরা। এক সাক্ষাৎকারে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান রবিবার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারন এইদিন প্রধানমন্ত্রীর ১২৩ তম মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এইদিন প্রধানমন্ত্রী অনেক বিষয়ে কথা বলেছেন। মহিলাদের আত্মনির্ভরতার বিষয়ে প্রধানমন্ত্রী এইদিন অনেক কথা বলেছেন। স্বাস্থ্য ঠিক রাখার জন্য যোগার বিষয়ে বলেছেন প্রধানমন্ত্রী। এইদিন বাংলাদেশে সংখ্যা লঘু মহিলাকে গণধর্ষণের বিষয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন বাংলাদেশে যেইটা হয়েছে এইটা অত্যন্ত নিন্দনীয়। মহিলাদের সম্মান করা উচিত। এই ধরনের ঘটনা কাম্য নয়। এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।

