স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ মে : মোহনপুরের বোয়ালিয়া এলাকায় এক মহিলাকে ছুরি দেখিয়ে মোবাইল ফোন ছিনতাই কান্ডের ঘটনাতে সোমবার দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেন সিধাই থানার পুলিশ। অভিযুক্তরা হলেন খাসরাং দেবর্বমা এবং মিহির দেবর্বমা। পুলিশ ঐ মহিলা সহ মোহনপুরের অপর আরেকটি স্থানেও আরেকজনের কাছ থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া মোট দুটি মোবাইল ধৃতদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয়।
ছিনতাইয়ে ব্যবহৃত একটি বাইকও উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। পুলিশ ঘটনার সম্পর্কে জানায়, ২৪ শে মে বোয়ালিয়াতে রাস্তায় ছিনতাইয়ের ঘটনাটি সংঘটিত হবার পর মহিলার তরফে সিধাই থানাতে অভিযোগ করা হলে পুলিশ তদন্ত শুরু করে।তদন্তে পুলিশ এই ছিনতাইকারীদের চিহ্নিত করে সোমবার সন্ধ্যারাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে আসেন। তারা দুজনেই হেজামারা সুবলসিং বালুরবন্দ এলাকার এবং অপরজনের ভারত চৌধুরী ভিলেজের। তাদের দু’জনকেই মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয় বলে জানায় সিধাই থানার পুলিশ।

