Wednesday, May 21, 2025
বাড়িরাজ্যপুলিশি নিরাপত্তার মাঝেও আক্রান্ত উদয়পুরের কংগ্রেস নেতৃত্ব

পুলিশি নিরাপত্তার মাঝেও আক্রান্ত উদয়পুরের কংগ্রেস নেতৃত্ব

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ মার্চ : পুলিশি নিরাপত্তার মাঝেও আক্রান্ত হলো উদয়পুরের কংগ্রেস নেতৃত্ব। এমনটাই অভিযোগ জেলা কংগ্রেস সভাপতি টিটন পালের। ঘটনার বিবরণে জানা যায়, ৬ মার্চ তুলামুড়াতে জমি বিবাদ সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে দুই ব্যক্তিকে হাত-পা বেঁধে মধ্যযুগীয় বর্বরতার কায়দায় মারধর করা হয়। ঘটনাটি নিয়ে মামলা হলেও পুলিশ কেন অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করেনি এবং অভিযুক্তরা কেন প্রকাশ্যে ঘোরাফেরা করছে সে নিয়ে নিত্য গোপাল দাসের নেতৃত্বে কংগ্রেসের টিম প্রথমে তুলামুড়া গিয়ে বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করে।

এরপর উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল সহ গোটা কংগ্রেস টিম থানায় বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য এবং ডেপুটেশন দেওয়ার জন্য মিলিত হলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। টিটন পাল জানান, কাকড়াবনের মণ্ডল সভাপতি বিশ্বজিৎ সরকার সহ মোট আটজন বিজেপি সমর্থক থানার ভেতরে ঢুকে পুলিশের সামনেই কংগ্রেস নেতৃত্বকে ধমকাতে শুরু করেন। এমনকি বিজেপির বিরুদ্ধে স্লোগান তুললে তাদের শেষ দেখা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ‌ পরিস্থিতি বেগতিক দেখে, কংগ্রেস নেতৃত্ব গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করলে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে কাকড়াবন থেকে কংগ্রেসের কর্মী সমর্থকদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। পুলিশের কড়া পাহাড়ার মধ্যে, কাকড়াবন থানা থেকে উদয়পুর ফেরার পথে কংগ্রেস নেতৃত্বদের গাড়িকে লক্ষ্য করে বড় বড় ঢিল ছোড়া হয় বলে টিটন পালের অভিযোগ।

গোটা ঘটনায় জেলা কংগ্রেস উদ্বেগ প্রকাশ করেছেন। কংগ্রেস নেতৃত্বদের মতে, জোর জুলুম করে বিজেপি কংগ্রেসের গতি কোনভাবেই কোণঠাসা করতে পারবে না। মানুষ এখন মন স্থির করেছে। তাই শত বাধার মধ্যেও উদয়পুরে কংগ্রেসের গতিবিধি দিন দিন চাঙ্গা হচ্ছে এবং আগামীতে আরও বেশি প্রশস্ত হবে বলে আশা ব্যক্ত করেছেন জেলা সভাপতি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!