Friday, May 23, 2025
বাড়িখেলানতুন পিচে ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল, ব্যাটারদের সমস্যা হবে?

নতুন পিচে ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল, ব্যাটারদের সমস্যা হবে?

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৪ মার্চ : এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সব ম্যাচ খেলছে দুবাইয়ে। কিন্তু সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নতুন পিচে রোহিত শর্মাদের খেলতে হবে বলে জানা গিয়েছে। কেমন হবে সেই পিচ?

ভারত যে তিনটি ম্যাচ দুবাইয়ে খেলেছে, সেখানে মন্থর পিচ দেখা গিয়েছে। যে কারণে ব্যাটারদের সমস্যা হয়েছে। কিন্তু পাকিস্তানের পিচে রান উঠেছে অনায়াসে। অস্ট্রেলিয়া দল এত দিন পাকিস্তানেই খেলছিল। মঙ্গলবার যে পিচে খেলা হবে, সেটি নতুন হলেও মন্থরই হবে বলে জানা গিয়েছে। ফলে ব্যাটারদের কিছুটা দেখে খেলতে হবে। অস্ট্রেলিয়াকে নিজেদের পরিকল্পনাতেও পরিবর্তন করতে হবে। যেহেতু তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে দুবাইয়ে খেলেনি।

দুবাইয়ে সব ম্যাচ খেলার ফলে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অধিনায়ক রোহিত যদিও সেটা মানতে রাজি নন। তিনি বলেন, “প্রত্যেক বার আলাদা পিচে খেলার কারণে আমাদের পরীক্ষা দিতে হচ্ছে। যে তিনটে ম্যাচ দুবাইয়ে খেলেছি, প্রত্যেকটা আলাদা আচরণ করেছে। এটা আমাদের দেশের মাঠ নয়। এটা দুবাই। আমরা খুব বেশি ম্যাচ এখানে খেলি না। আমাদের কাছেও এই মাঠ নতুনের মতোই। এখানে চার-পাঁচটা পিচে খেলা হচ্ছে। আমরা জানি না সেমিফাইনালে কোন পিচে খেলা হবে। যা-ই হোক, আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে।”

মঙ্গলবার দুপুরে দুবাইয়ের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা। আকাশে মেঘ থাকবে। সূর্যাস্তের পর তাপমাত্রা কমে যাবে। তখন ২২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে বলে জানানো হয়েছে। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল শুরু দুপুর ২.৩০ থেকে (ভারতীয় সময়)। দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, অক্ষর পটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানা, মহম্মদ শামি এবং বরুণ চক্রবর্তী।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য প্রথম একাদশ: জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, ট্রেভিস হেড, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জস ইংলিস (উইকেটরক্ষক), কুপার কোনোলি, গ্লেন ম্যাক্সওয়েল, সিন অ্যাবট, বেন ডোয়ারশুইস, অ্যাডাম জ়াম্পা এবং স্পেনসর জনসন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!