Monday, May 19, 2025
বাড়িরাজ্যঅগ্নিকান্ডে ছাই হয়ে গেল বসত বাড়ি

অগ্নিকান্ডে ছাই হয়ে গেল বসত বাড়ি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ ফেব্রুয়ারি : অমরপুর শান্তিপল্লী এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ছাই হয়ে গেল শ্রীবাস সাহার বাড়ি। জানা যায় শ্রীবাস সাহা কর্মসূত্রে আগরতলায় থাকেন। ওনার বাড়িতে এক দম্পতি ভাড়া থাকেন। সাংসারিক বিষয় নিয়ে দম্পতির মধ্যে প্রায় সময় বিবাদ হয়। সোমবার রাতেও দম্পতির মধ্যে ঝগড়া হয়। এরই মধ্যে মঙ্গলবার ভোরে এলাকাবাসিরা বিকট শব্দ শুনতে পায়। সাথে সাথে এলাকাবাসিরা বাড়ি থেকে বেরিয়ে দেখতে পায় শ্রীবাস সাহার বাড়িতে দাউ দাউ করে আগুন জলছে। সাথে সাথে খবর দেওয়া হয় দমকল কর্মীদের।

 দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অবশ্য শ্রীবাস সাহার বসত ঘর, রান্না ঘর সহ সবকিছু আগুনে পুরে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়। স্থানীয় এক ব্যক্তি জানান শ্রীবাস সাহা বাড়িতে থাকেন না। তবে বাড়িতে ভাড়াটিয়া ছিল। কি ভাবে আগুন লেগেছে তারা কিছুই জানেন না। রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পেয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে আগুনের লেলিহান শিখা দেখতে পান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!