স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৬ জানুয়ারি : বৃহস্পতিবার রাজধানীর ক্ষুদিরাম বসু ইংরেজী মাধ্যম বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। ছাত্রীরা যাতে পড়াশোনার ক্ষেত্রে আরো এগিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রেখে এ বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য।
তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ভারতবর্ষের পরম্পরা মাতৃ শক্তিকে জাগরণ করা। রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে মাতৃ শক্তিকে জাগরণ করার চেষ্টা করছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পার্লামেন্টে মহিলা বিল পাস করেছেন। মহিলাদের আত্মনির্ভর করতে বর্তমান কেন্দ্রীয় সরকার কাজ করছে বলে জানান সাংসদ। পরে তিনি এবং অন্যান্য অতিথিরা ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন।