Sunday, December 22, 2024
বাড়িরাজ্যদক্ষিণ জেলা শাসকের দ্বারস্থ রেগা মেট কর্মীরা

দক্ষিণ জেলা শাসকের দ্বারস্থ রেগা মেট কর্মীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ডিসেম্বর : রেগা ওমেন মেট পদে নিযুক্ত কর্মীরা সংসার প্রতিপালনের ক্ষেত্রে হিমসিম খেতে হচ্ছে। এর থেকে পরিত্রাণের জন্য জেলা সভাধিপতি থেকে শুরু করে জেলা শাসকের নিকট দ্ধারস্থ হলো রেগা ওমেন মেট পদে নিযুক্ত কর্মীরা। শনিবার সকাল দশটা নাগাদ দক্ষিণ জেলা আটটি ব্লকের রেগা ওমেন মেট পদে নিযুক্ত কর্মীরা দক্ষিণ জেলা শাসক কার্যালয়ের সামনে জড়ো হয়ে রাজ্য সরকারের কাছে দাবি জানায় সেমি স্কিল কর্মী হিসেবে মজুরি না দিয়ে অন্যান্য স্থায়ী ও অস্থায়ী কর্মীদের মতো মাসিক বেতন প্রদান করার জন্য।

দক্ষিণ জেলার আটটি ব্লকের গ্ৰাম পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিলে রেগা প্রকল্পে কাজে নিযুক্ত রেগা মহিলা মেটের পক্ষ থেকে পাঁচ জনের প্রতিনিধি দল শনিবার সকাল এগারোটা নাগাদ মজুরির দাবীতে দাবি সনদ তুলে দিয়ে দক্ষিণ জেলা শাসক স্মিতা মল এম এসের কাছে ডেপুটেশন প্রদান করেন। রেগা ওমেন মেট পদে নিযুক্ত কর্মীদের পাশে দাঁড়িয়েছে দক্ষিণ জেলা ভারতীয় মজদুর সংঘ। এই দিন রেগা ওমেন মেট পদে নিযুক্ত কর্মী মাধুরী ত্রিপুরা, উমা ভৌমিক সহ পাঁচ জনের প্রতিনিধির সাথে মজদুর সংঘের রাজ্য কমিটির সদস্য শিবতোষ মজুমদারও দেখা করেন জেলা শাসকের সাথে।

দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পর জেলা শাসক এই দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেবেন বলে আশ্বাস দেন ডেপুটেশন প্রদানকারী রেগা ওমেন মেটা পদে নিযুক্ত কর্মীদের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য