স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ডিসেম্বর : আগামী ২২ ডিসেম্বর ত্রিং উৎসব। সারা রাজ্যে এই উৎসব পালন করা হবে। ত্রিপুরা লোক সেবা আয়োগের পক্ষ থেকে এদিন একটি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এই পরীক্ষা যাতে স্থগিত করে অন্য কোন দিন গ্রহণ করা হয় তার দাবিতে মঙ্গলবার ত্রিপুরা লোকসভা আয়োগের সচিবের কাছে ডেপুটেশন প্রদান করে টিএসএফ -এর একটি প্রতিনিধি দল।
অবিলম্বে দিনক্ষণ পরিবর্তন করা এবং নতুন করে দিনক্ষণ ঘোষনা করার দাবি জানানো হয়েছে বলে ডেপুটেশনের পর জানান টিএসএফ -এর সহ-সভাপতি জন দেববর্মা।