স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ডিসেম্বর : কর্তব্যরত অবস্থায় রহস্যজনক ভাবে অসুস্থ হয়ে পড়া এএসআইয়ের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃত এ এস আই -এর নাম সেবক চন্দ্র বিশ্বাস। পরিবারের অভিযোগ খুনের শিকার হয়েছেন তিনি। ঘটনার বিবরণে জানা যায়, গত রবিবার বিলোনিয়া আদালতে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি। সাথে সাথে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় অসুস্থ্য পুলিশ কর্মীকে। সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে।
পরিবারের লোকেরা হাসপাতালে ছুটে এসে দেখতে পায় মাথায় গুরুতর আঘাত। টানা দুইদিন জিবি হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন পুলিশ কর্মী সেবক চন্দ্র বিশ্বাস। কিন্তু পরবর্তী সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার পরিবারের সন্দেহ কেউ তাকে আঘাত করেছে। বিলোনিয়া আদালতের বাইরে নাকি তিনি ডিউটিরত ছিলেন। আদালতে থাকা অন্যান্য লোকজন নাকি বলেছেন এএসআই সেবক চন্দ্র বিশ্বাস হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। কিন্তু ঘটনাটি সন্দেহজনক বলে মনে হচ্ছে তার পরিজনদের কাছে। মঙ্গলবার দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের পর জিবি হাসপাতালের মর্গের থেকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। শেষ শ্রদ্ধা জানান অন্যান্য পুলিশ কর্মীরা। জানা যায় গত কয়েকদিন আগে রামনগর পুলিশ ফাঁড়ি থেকে তিনি বিলোনিয়া আদালতে বদলি হয়েছিলেন। এর মধ্যেই এই ঘটনা ঘটলো। এখন দেখার বিষয় ময়না তদন্তের রিপোর্টে কি বের হয়ে আসে।