Wednesday, December 18, 2024
বাড়িরাজ্যদৃষ্টিহীনদের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষা দপ্তরে ডেপুটেশন

দৃষ্টিহীনদের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষা দপ্তরে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ডিসেম্বর : দৃষ্টিহীনদের আট দফা দাবিতে মঙ্গলবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের দারস্ত হল অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আট দফা দাবিতে ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের বুনিয়াদী ও মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মার কাছে দৃষ্টিহীনদের শিক্ষাগত বিষয় এবং শিক্ষকদের সমস্যা নিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে।

এর মধ্যে প্রধান দাবি হলো, দৃষ্টিহীন বিদ্যালয় গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক প্রদান করা। অবিলম্বে যাতে স্নাতক ও স্নাতকোত্তর কয়েকজন শিক্ষক যাতে এই বিদ্যালয়গুলিতে পাঠায় তার জন্য দাবি করা হয়েছে। দ্বিতীয়ত, দৃষ্টিহীন যেসব ছেলে মেয়ে রয়েছে তাদের জন্য সিলেবাস অনুযায়ী ব্রেইল বইয়ের ব্যবস্থা করার দাবি করা হয়েছে। পাশাপাশি দৃষ্টিহীন বিদ্যালয়গুলিতে যেসব শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের জন্যও সিলেবাস অনুযায়ী ব্রেইল বইয়ের ব্যবস্থা করতে হবে। এর সঙ্গে শিক্ষকদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে পাঁচ দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এছাড়া দৃষ্টিহীনদের নিয়োগ এবং পদোন্নতির ক্ষেত্রে চার শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। এ সংরক্ষণ ব্যবস্থা যাতে নিশ্চিত করা হয় তারও দাবি করা হয়েছে। দীর্ঘদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে এই নিতি মানা হচ্ছে না। এই নিতি যাতে কার্যকর করা হয় তার জন্য দাবি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অফিস আদালতে দৃষ্টিহীনদের জন্য রেম্প ও বিশেষ শৌচালয়ের ব্যবস্থা করা হয়। অপর একটি গুরুত্বপূর্ণ দাবি হলো, যারা দৃষ্টিহীন রয়েছে তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যাতে একজন আধিকারিক নিয়োগ করা হয়। এমনটাই জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য