স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ নভেম্বর: নভেম্বর মাসের সঙ্গে পেপ গুয়ার্দিওলার নতুন চুক্তির সংযোগ পুরোনো। আগের দুই দফায় এই মাসেই চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবারও সেটির পুনরাবৃত্তি হয়েছে বলে খবর প্রকাশ করেছে ইএসপিএন। সূত্রে বরাত দিয়ে তারা জানিয়েছে, ম্যানচেস্টার সিটিতে অন্তত আরও এক বছর থাকবেন স্প্যানিশ এই কোচ।বর্তমান চুক্তি অনুযায়ী চলতি মৌসুম শেষেই সিটিতে মেয়াদ শেষ গুয়ার্দিওলার। ক্লাবের ইতিহাসের সফলতম কোচকে ধরে রাখতে সিটির আগ্রহ নিয়ে সংশয়ের তো প্রশ্নই নেই। তবে গুয়ার্দিওলা বারবারই বলছিলেন, তিনি তাড়াহুড়ো করতে চান না এবং সময় হলেই সিদ্ধান্ত নেবেন।
সিদ্ধান্ত নেওয়ার জন্য নভেম্বর মাস তার জন্য উল্লেখযোগ্য সময় বরাবরই। এই সময়ের আন্তর্জাতিক বিরতির ভেতরই তিনি ২০২০ সালে ও ২০২২ সালে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন সিটিতে। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন আগে বলেছিল, এবারও এই বিরতির সময়টাতেই সিদ্ধান্ত নেবেন ৫৩ বছর বয়সী কোচ।এখন তারা জানাচ্ছে, এই বিরতির সময়ই ক্লাবের কর্তাদের সঙ্গে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে গুয়ার্দিওলার। সিটিতে তাই দশম মৌসুমও থাকবেন স্প্যানিশ এই কোচ।
চোটে জর্জর সিটি অবশ্য সাম্প্রতিক সময়ে খুব ভালো ছন্দে নেই। সবশেষ চারটি ম্যাচ তারা হেরেছে সব প্রতিযোগিতা মিলিয়ে। প্রিমিয়ার লিগে হারিয়েছে শীর্ষস্থান।তবে গুয়ার্দিওলার কোচিং নিয়ে প্রশ্নের কোনো অবকাশ নেই। ইংল্যান্ডের মাঝারি শক্তির ক্লাবকে বিশ্বের সেরা ক্লাবগুলির একটি করে তুলেছেন তিনিই। তার কোচিংয়ে, আট মৌসুমের ভেতর ইংলিশ প্রিমিয়ার লিগের ছয় শিরোপাসহ ১৫টি ট্রফি জিতেছে সিটি। এর মধ্যে আছে স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগও।আগামী মৌসুমে তারা খেলবে নতুনভাবে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপে।