Thursday, November 21, 2024
বাড়িখেলাডিওন ন্যাশ এখন নিউ জিল্যান্ডের বোর্ড পরিচালক

ডিওন ন্যাশ এখন নিউ জিল্যান্ডের বোর্ড পরিচালক

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ নভেম্বর: ক্রিকেটের জগত থেকে অনেক বছর ধরেই কিছুটা দূরে ছিলেন ডিওন ন্যাশ। মূলত ব্যবসা নিয়েই ব্যস্ত সময় কাটছিল তার। সাবেক এই পেসার আবার তার চেনা আঙিনায় ফিরলেন নতুন ভূমিকায়। এবার তাকে দেখা যাবে ক্রিকেট প্রশাসক হিসেবে।নিউ জিল্যান্ড ক্রিকেটের পরিচালক নির্বাচিত হয়েছেন ন্যাশ। জীবনের ইনিংসে ৫৩ বছর পূর্ণ করলেন তিনি বুধবার। এ দিনই জানানো হলো তার খবরটি।আরেক সাবেক পেসার মার্টিন স্নেডেনের স্থলাভিষিক্ত হচ্ছেন ন্যাশ। প্রায় ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে স্নেডেন নানা ভূমিকায় দীর্ঘদিন যুক্ত ছিলেন ক্রিকেটে। তিনিও বোর্ড সদস্য ছিলেন, বোর্ডের প্রধান নির্বাহীর দায়িতব পালন করেছেন, বোর্ডের চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন এবং ছিলেন আইসিসি পরিচালকও। ৬৬ ছুঁইছুঁই বয়সে এবার অবসরে যাচ্ছেন তিনি।

ন্যাশ নব্বইয়ের দশকে ছিলেন নিউ জিল্যান্ড দলের নিয়মিত মুখ। ৩২ টেস্ট ও ৮১ ওয়ানডে খেলেছেন তিনি। নিয়ন্ত্রিত মিডিয়াম পেস ও সুইং বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও তিনি ছিলেন বেশ কার্যকর। তবে চোট নিত্যসঙ্গী হয়ে থাকায় আরও বেশি ম্যাচ তিনি খেলতে পারেননি, আরও দীর্ঘ হয়নি ক্যারিয়ার। দেশের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেন তিনি ৩০ বছর বয়সেই।ওয়ানডে ক্রিকেটে নিউ জিল্যান্ডের সবচেয়ে বড় সাফল্য ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি (তখনকার নকআউট বিশ্বকাপ) শিরোপাজয়ী দলে ছিলেন তিনি। ওই সময়ের অধিনায়ক স্টিভেন ফ্লেমিংয়ের চোটের সুযোগে তিনটি টেস্ট ও সাতটি ওয়ানডেতে নিউ জিল্যান্ডকে নেতৃত্বও দিয়েছেন ন্যাশ।খেলা ছাড়ার পর ২০০৫ সালে নিউ জিল্যান্ডের নির্বাচক হিসেবে কাজ করেন কিছুদিন। ব্যবসা নেমে পড়েন তিনি এর বেশ আগেই। ২০১১ সালে প্রতিষ্ঠা করেন একটি স্কিনকেয়ার কোম্পানি। এবার তিনি আবার সম্পৃক্ত হলেন ক্রিকেটে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য