স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : সোমবার খয়েরপুরস্থিত চৌদ্দ দেবতা মন্দির পরিদর্শনে যান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। সাথে ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী সহ প্রশাসনিক আধিকারিকরা। রাজ্যপাল এইদিন চৌদ্দ দেবতার মন্দির পরিদর্শনে গিয়ে মন্দিরটি সরজমিনে ঘুরে দেখেন।
নিয়ম মেনে চৌদ্দ দেবতা মন্দিরে পূজা দেন রাজ্যপাল। পড়ে এক সাক্ষাৎকারে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু জানান চৌদ্দ দেবতা মন্দির একটা সুন্দর মন্দির। এইটা একটা ত্রিপুরা রাজ্যের একটা পর্যটন কেন্দ্র। তাই রাজ্য সরকার ১৪ কোটি টাকা ব্যয় করে চৌদ্দ দেবতা মন্দিরের উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে। আগামিদিনে চৌদ্দ দেবতা মন্দিরের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন রাজ্যপাল।