স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ অক্টোবর : এন সি সি থানার অন্তর্গত পঞ্চবটি এলাকা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় এক ব্যক্তি। তার স্ত্রী মুখ্যমন্ত্রীর নিকট এনসিসি থানার পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলেছেন। ঘটনা গত ১৪ অক্টোবর এনসিসি থানার অন্তর্গত পঞ্চবটি এলাকায় নরসিংগড় ৭০ কলোনী এলাকার সুজিত কুমার শিব রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়।
এ বিষয়ে তিনি জানিয়েছেন, লিচু বাগানে এলাকায় মনি দাস তার স্বামীকে নিয়ে বড় বোনের বাড়িতে নিমন্ত্রণ খেতে যায়। কিছুক্ষণ পর তার বড় বোনের স্বামী এবং ছোট বোনের স্বামী তাকে বড়জলা কোপারেটিভ মদ আনতে পাঠায়। দীর্ঘক্ষণ স্বামী কোন খোঁজ খবর না পেয়ে রাস্তায় খোঁজাখুঁজি করেন। পরে দমকল কর্মীরা জানায় তাকে আহত অবস্থায় পাওয়া গেছে। জিবি হাসপাতালে ভর্তি আছেন সুজিত কুমার শিব। তারপর সেখানে গিয়ে প্রথম অবস্থায় কিছু জানতে পারেনি, পরবর্তী সময়ে স্বামীর কাছ থেকে জানতে পেরেছেন এই ঘটনার সম্পর্কে। সেদিন বিশ্বজিৎ দেববর্মা, সম্পা দেববর্মা, পূজা রুদ্রপাল, স্বপন রুদ্র পাল, কুট্টি দাস তার স্বামীকে মদ আনতে পাঠিয়েছিল।
তারপর পূর্বের শত্রুতা মিটিয়েছে স্বামীর উপর বলে অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতার এবং স্বামী চিকিৎসা সহযোগিতা চাইলেন অসহায় মহিলা। তারপর এই ঘটনায় এনসিসি থানায় সুজিত কুমার শিবকে মারপিটের অভিযোগ করেন তার স্ত্রী। কিন্তু এখন পর্যন্ত পুলিশ এই ঘটনায় কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ করেন আহতের স্ত্রী। মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার নিকট আবেদন করে বলেন সঠিক বিচার চান তিনি। স্বামীকে লিচু বাগান এলাকার কয়েকজন মিলে মারধর করেছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এনসিসি থানা এবং ঘটনার তদন্তকারী পুলিশ অফিসারও এই বিষয়ে কোনো সহযোগিতা করেনি।