Friday, December 27, 2024
বাড়িরাজ্যআগরতলা-উদয়পুর সড়ক সহসাই ফোরলেন করা হবে : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় টামটা

আগরতলা-উদয়পুর সড়ক সহসাই ফোরলেন করা হবে : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় টামটা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ অক্টোবর : রাজ্যের উন্নয়ন দেখে সন্তুষ্ট কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং জাতীয় সড়ক প্রতিমন্ত্রী অজয় টামটা। রাজ্য অতিথি শালায় সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। তিনি বলেন ২০১৬ সালের পূর্বে রাজ্যে মিটারগেজ রেল লাইন ছিল। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর ব্রডগ্রেজ রেল লাইন সম্প্রসারণ করা হয়। এমবিবি বিমান বন্দরে নয়া টার্মিনাল ভবন নির্মাণ করা হয় বর্তমান সরকার প্রতিষ্ঠার পর।

আগে ত্রিপুরা রাজ্যে একটা জাতীয় সড়ক ছিল। বর্তমানে আরও ৬ টি জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে। ত্রিপুরা রাজ্যকে দক্ষিন পূর্ব এশিয়ার প্রবেশদ্বার করার লক্ষ্যে কাজ চলছে। এতে স্থানীয়দের রোজগার মিলবে। সম্প্রতি বন্যায় রাজ্যে বহু সড়কের ক্ষতি হয়েছে। ত্রিপুরা রাজ্যের সিমান্ত এলাকায় প্রায় ৭৫০ কিলোমিটার সড়কে এন এইচ আই ডি সি এল কাজ করছে। ত্রিপুরা রাজ্যে ১২ হাজার কোটি টাকা ব্যয় করে ৬৬৪ কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের কাজ শুরু করা হয়েছে। আগামি মাস থেকে ৭৮৭ কোটি টাকা ব্যয় করে ২০৮ নং জাতীয় সড়কের ৩৬ কিলোমিটার রাস্তার কাজ শুরু করা হবে। আসাম-আগরতলা জাতীয় সড়কের চম্পকনগর থেকে খয়েরপুর পর্যন্ত ফোর লেন করার জন্য ৯২১ কোটি টাকার কাজ শুরু হয়েছে। ২৬ মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে।

 আগরতলা বাইপাসে ২৫ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। তার মধ্যে ২ শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। ২০৮ নং জাতীয় সড়ক খোয়াই থেকে হরিনা পর্যন্ত চারটি প্যাকেজে ভাগ করা হয়েছে। তিনটি প্যাকেজের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই কাজ ২০২৬ সালের মধ্যে সম্পন্ন করা হবে। চোরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত জাতীয় সড়ক ফোরলেন করার জন্য ডিপিআর তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।গ্রামীণ এলাকার সড়কের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রায় ১০০ কোটি টাকার আবেদন করেছেন। দিল্লি গিয়ে এই বিষয়ে দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা করবেন বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় তামতা। তিনি আরও জানান ত্রিপুরা রাজ্যে লজিস্টিক পার্ক করার জন্য আলোচনা চলছে। মুখ্যমন্ত্রী লজিস্টিক পার্কের জন্য জায়গা প্রদানের আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি। উদয়পুর থেকে সোনামুড়া পর্যন্ত ১১ কিলোমিটার টুলেন জাতীয় সড়ক সড়ক নির্মাণের জন্য ডিপিআর তৈরির কাজ চলছে। তার জন্য ৩৮০ কোটি টাকা ব্যয় হবে। আগরতলার খয়েরপুর থেকে লেম্বুছড়া পর্যন্ত সড়ক নির্মাণের জন্য ডিপিআর তৈরির কাজ চলছে। সাব্রুম-আগরতলা জাতীয় সড়কের আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত ফোরলেন করার জন্য ডিপিআর অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় তামাং। তিনি আরও জানান সহসাই টেন্ডার করে আগরতলা-উদয়পুর সড়ক ফোরলেন করার কাজ শুরু করা হবে।কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় তামতা জানান ত্রিপুরা রাজ্যের মহিলাদের মধ্যে দক্ষতা রয়েছে। স্বসহায়ক দলের মাধ্যমে মহিলাদের স্বশক্তিকরণ করার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও দাবি করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় তামতা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য