Saturday, December 13, 2025
বাড়িরাজ্যচার নাবালক সহ ভারতীয় এক দালাল আটক

চার নাবালক সহ ভারতীয় এক দালাল আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ অক্টোবর : কোনভাবেই থামছে না মানব পাচার। রেলপথকে ব্যবহার করে ত্রিপুরা থেকে দেশের বিভিন্ন রাজ্যে পাড়ি জমাচ্ছে বাংলাদেশের নাগরিকরা। গত আগস্ট মাসে বাংলাদেশে অশান্তির পর বেশ কিছু জটিলতা সৃষ্টি হয়ে আছে। কিন্তু ভারত সীমান্তে বিএসএফের দুর্বল পাহাড়ার কারণে অবাধে ভারতে প্রবেশ করছে বাংলাদেশী নাগরিক। আবারো চারজন বাংলাদেশের নাবালক সহ এক ভারতীয় নাগরিক আটক হয়েছে।

পুলিশ জানায় ওড়িশার খোকন দেবনাথ বাংলাদেশের চারজন যুবককে নিয়ে আসে অবৈধভাবে। তাদের কাছে কোন বৈধ কাগজপত্র ছিল না। এমনকি কোন পাসপোর্টও ছিল না। তাদের প্রত্যেকের বয়স ১৭ বছর। পুলিশ তাদের কাছ থেকে বাংলাদেশে ৭১৮৬ টাকা, ইন্ডিয়ান টাকা ৪০১২০ টাকা সহ পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করেছে। প্রত্যেকের বিরুদ্ধে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার দায়ে মামলা নেওয়া হয়েছে। তবে এবার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কি কারনে নাবালকদের ভারতে প্রবেশ করানো হয়েছে।

কারণ ভারতে কর্মসংস্থানে ক্ষেত্রে বয়স ১৮ হতে হয়। এই নাবালকদের এখনো কর্মসংস্থানের বয়স হয়নি। পেছনে অন্য কোন রহস্য রয়েছে কিনা সেটাই এখন বড় বিষয়। তবে পুলিশের তদন্তে কতটা বের হয়ে আসবে সেটা দেখার। তবে উড়িষ্যার যুবক খোকন দেবনাথকে জোর জিজ্ঞাসাবাদ চালালে পুলিশ মূল উদ্দেশ্য জানতে পারবে বলে মনে করছে অনেকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য