স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ অক্টোবর : বৃহস্পতিবার হরিয়ানার মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দ্বিতীয় বারের জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নয়াব সিংহ সাইনি। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এন ডি এ মুখ্যমন্ত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নয়া মুখ্যমন্ত্রীকে এদিন শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পঞ্চকুলার শালিমার গ্রাউন্ডে রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়র কাছে সাইনি ছাড়াও শপথ বাক্য পাঠ করেন অনিল ভিজ, কৃষ্ণলাল পানওয়ার-সহ ১২ জন বিজেপির মন্ত্রী।
সেখানে ছিলেন প্রায় ৫০ হাজার দর্শক এবং বিজেপির কেন্দ্রীয় নেতারা। এনডিএ শাসিত সমস্ত রাজ্যের মুখ্য়মন্ত্রীরাও হাজির ছিলেন পঞ্চকুলায়। প্রসঙ্গত, হরিয়ানা বিধানসভার আসনসংখ্যা ৯০। বিধি অনুযায়ী মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভায় সর্বোচ্চ ১৩ জন সদস্য় থাকতে পারেন।