Friday, March 14, 2025
বাড়িজাতীয়কান্নুরে শুরু সিপিআই (এম)-এর ২৩ তম পার্টি কংগ্রেস, সমাপ্তি ১০ এপ্রিল

কান্নুরে শুরু সিপিআই (এম)-এর ২৩ তম পার্টি কংগ্রেস, সমাপ্তি ১০ এপ্রিল



কান্নুর, ৬ এপ্রিল (হি.স.): কেরলের কান্নুরে বুধবার থেকে শুরু হল সিপিআই(এম)-এর ২৩ তম পার্টি কংগ্রেস। এদিন সকালে দলীয় পতাকা উত্তোলন করেন দলের পলিটব্যুরোর সদস্য এস আর পিল্লাই। পার্টি কংগ্রেসের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। পশ্চিমবঙ্গের পলিটব্যুরোর তিন সদস্য রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ডাক্তার সূর্যকান্ত মিশ্র ও বর্ষিয়ান সিপিআইএম নেতা বিমান বসু-সহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা পার্টি কংগ্রেসে যোগ দিয়েছেন বলে দলীয় সূত্রে খবর।

পার্টি কংগ্রেস উপলক্ষ্যে শিলিগুড়ি, জলপাইগুড়ি-সহ রাজ্যের বিভিন্ন জেলায় পার্টির জেলা দফতরগুলিতে লাল পতাকা উত্তোলন করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পার্টি কংগ্রেস শেষে আগামী ১০ এপ্রিল, কান্নুরে প্রকাশ্য জনসভা করা হবে। বুধবার অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে সারা দেশ থেকে আগত প্রতিনিধিদের স্বাগত জানান পার্টির পলিটব্যুরো সদস্য ও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এদিন সীতারাম ইয়েচুরি বলেছেন, ভারতের সংবিধানের চারটি মূল স্তম্ভ-ধর্মনিরপেক্ষ গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার, মৈত্রী, সামাজিক ন্যায় ও অর্থনৈতিক সার্বভৌমত্ব বর্তমানে ভারতে বিপন্নতার মুখোমুখি। মানুষের অধিকারের লড়াই প্রতিদিন লড়ে যেতে হবে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!