স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ অক্টোবর : উত্তর ত্রিপুরা জেলার বন দপ্তরের ঝটিকা অভিযানে কদমতলার সরসপুর এলাকা থেকে উদ্ধার দশ লাখ টাকার অবৈধ চেরাই কাঠ। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে উত্তর জেলার বন দপ্তরের কর্মীরা কদমতলা থানার পুলিশকে সাথে নিয়ে শুক্রবার দুপুরে তপন শর্মা ওরফে তপুর বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা বিভিন্ন প্রজাতির গাছের আড়াইশো ফুট চেরাই কাঠ উদ্ধার করা হয়।
তবে বন দপ্তরের এই অভিযানের আঁচ পেয়ে বাড়ি মালিক তথা কাঠ মাফিয়া তপন গা ঢাকা দেয়। জেলা বন আধিকারিক সুমন মাল্লা জানান, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান। এই অভিযান চালিয়ে বিভিন্ন মাপের চেরাই কাঠ উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য দশ লাখ টাকার মত হবে। তিনি আরও জানান, অভিযুক্ত বাড়ি মালিকের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত করা হবে। উদ্ধারকৃত কাঠগুলি জুড়ি রিজার্ভ ফরেস্ট ও কাঞ্চনপুর থেকে অবৈধভাবে এনে মজুদ করেছিল অভিযুক্ত কাঠ মাফিয়া।