স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ সেপ্টেম্বর : রাজধানীর উজান অভয়নগর স্থিত বাক পুনর্বাসন প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে অঙ্গনওয়াড়ি পরিদর্শন এবং পর্যবেক্ষণ অ্যাপ-এর উদ্বোধন করা হয়। এইদিন প্রথমে গাছের চারায় জল দিয়ে অনুষ্ঠানের সুচনা করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। পরে ফলক উন্মোচন করে অঙ্গনওয়াড়ি পরিদর্শন এবং পর্যবেক্ষণ অ্যাপ-এর উদ্বোধন করেন তিনি।
উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, আগরতলা পুর নিগমের কর্পোরেটর হিরালাল দেবনাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলির অধিন অনেক গুলি কাজকর্ম রয়েছে। অঙ্গনওয়ারী কেন্দ্রের দিদিমনিরা এক দিকে যেমন তিন থেকে ৬ বছরের শিশুদের পুষ্টিকর খাবারের বিষয়টি দেখেন। তেমনি শূন্য থেকে তিন বছর বয়সী শিশুদের বাড়িতে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার কাজটিও করেন। তার পাশাপাশি গর্ভবতি মায়েদের রেশন সামগ্রীও তারা বাড়িতে পৌঁছে দেন।
অনেক গুলি কাজ করেন অঙ্গনওয়ারী কর্মীরা। মন্ত্রী টিঙ্কু রায় এইদিন স্বীকার করে নেন অনেক গুলি অঙ্গনওয়ারী সেন্টার ভালো ভাবে চলছে না। মন্ত্রী টিঙ্কু রায় আরও বলেন রাজ্যের সকল অঙ্গনওয়াড়ি সেন্টারে পানীয় জল, শৌচালয়, বিদ্যুৎ, কিচেন গার্ডেন, খেলার মাঠের ব্যবস্থা করার চেষ্টা চলছে। চার লাখেরও বেশি শিশু এই সেন্টারগুলোতে পড়াশোনা করে। কিন্তু সুপারভাইজার এর সংখ্যাটা পরিমানে কম হওয়ায় প্রতিটি অঙ্গনওয়াড়ি সেন্টার পরিদর্শন করার জন্য খুব বেশি চাপ দেওয়া যায় না সুপারভাইজারদের ওপর। যার কারণে সরকার চিন্তা ভাবনা করেছে লাইভ অ্যাপের মধ্য দিয়ে এক জায়গায় বসে প্রতিদিন সবকটি অঙ্গনওয়াড়ি সেন্টারকে পর্যবেক্ষনের উদ্যোগ গ্রহণ করার। এই কারণেই এই লাইভ অ্যাপের আনুষ্ঠানিক সূচনা হয় বৃহস্পতিবার।