Monday, May 19, 2025
বাড়িরাজ্যএনআইটি কর্তৃপক্ষের দুর্গাপূজার ছুটি বাতিল করার তীব্র প্রতিবাদ জানালো আমরা বাঙালি

এনআইটি কর্তৃপক্ষের দুর্গাপূজার ছুটি বাতিল করার তীব্র প্রতিবাদ জানালো আমরা বাঙালি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ সেপ্টেম্বর : গত ১০ সেপ্টেম্বর এনআইটি অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি ঘোষণা করেছে আসন্ন দুর্গাপূজায় ৪ দিন ছুটির মধ্যে তিন দিন ছুটি বাতিল করা হয়েছে। শুধুমাত্র দশমীর দিন ছুটি রাখা হয়েছে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা এবং প্রতিবাদ করছে আমরা বাঙালি রাজ্য কমিটি। বুধবার আমারা বাঙালি রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান আমারা বাঙালি রাজ্য কমিটির সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল।

 তিনি বলেন, দুর্গাপূজা, লক্ষী পূজা সহ অন্যান্য পূজা পার্বণ বাঙালি অংশের মানুষের সংস্কৃতির অঙ্গ। বর্তমানে দুর্গাপূজা বিশ্বের অন্যান্য দেশে অনুষ্ঠিত হয়। তাই এই পূজা ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্তির জন্য আন্তর্জাতিক স্তরে ভাবনা চিন্তা চলছে। আর এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের সংস্থা এনআইটি কিভাবে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে তা নিয়ে প্রশ্ন করেন তিনি। গৌরাঙ্গ রদ্রপাল আরো বলেন, এটা বাঙালিদের উপর আঘাত নামিয়ে আনা ছাড়া আর কিছু নয়। এর পেছনে বড়সড়ো একটা ষড়যন্ত্র রয়েছে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য কেন্দ্র সরকার এবং এনআইডি কর্তৃপক্ষের উদ্দেশ্যে দাবি করেন তিনি। আরো বলেন, আগের মত দুর্গাপূজা ছুটি বহাল রাখার পাশাপাশি পরবর্তী যে পূজাগুলি রয়েছে সেগুলিতে ছুটি বহাল রাখতে হবে। পাশাপাশি সম্প্রতি সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় তীব্র প্রতিবাদ যেমন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!