স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ সেপ্টেম্বর : রবিবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড স্টাফ এসোসিয়েশনের পঞ্চম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জগন্নাথ বাড়ি রোড স্থিত স্টুডেন্ট হেলথ হোমে এই সম্মেলনের উদ্বোধন করেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী নেতা পান্না লাল দত্ত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন এফ আর আর আর বি এস -এর জেনারেল সেক্রেটারি গণপতি হেগরে। তারা এদিন বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, চাকরি শেষ হওয়ার পর অবসরে যাওয়ার পরের মাস থেকে তাদের পেনশন দেওয়া হয় না। তারপর এর সমস্যা নিয়ে সরব হওয়ার পর সমাধান হয়েছে। মূলত এ ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে আওয়াজ তোলার জন্য এই সংগঠন তৈরি করা হয়েছে। তবে আজকে দাবি জানানো হচ্ছে সারাদেশে যে ৪৩ টি গ্রামীণ ব্যাংক রয়েছে, সেগুলি ভেঙে একটি রুরাল ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি করার। মূলত এই দাবি নিয়ে আজকে আলোচনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাধামোহন সিনহা।