Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যআগামী দিন ঊনকোটি জেলার সার্বিক উন্নয়ন হবে : কৃতি

আগামী দিন ঊনকোটি জেলার সার্বিক উন্নয়ন হবে : কৃতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ সেপ্টেম্বর : বৃহস্পতিবার ঊনকোটি জেলা সফরে যান সাংসদ কৃতি সিং দেববর্মণ। এদিন দুপুরে কৈলাসহরের সার্কিট হাউসে এসে ঊনকোটি জেলা ভিত্তিক দিশা কমিটির বৈঠকে যোগ দেন। বৈঠকে সাংসদ কৃতি দেবী দেববর্মন ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলাশাসক এল. দারলং, এম.ডি.সি ধীরেন্দ্র দেববর্মা, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায় সহ অন্যান্যরা।

 বৈঠকে স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, বন্যা নিয়ন্ত্রণ দপ্তর, প্রানী সম্পদ বিকাশ দপ্তর সহ আরও অন্যান্য দপ্তরের ঊনকোটি জেলার আধিকারিকরা। সাম্প্রতিক কালে ভারী বৃষ্টিপাতের ফলে ঊনকোটি জেলার উপর দিয়ে প্রবাহিত জাতীয় সড়ক অনেক জায়গায় নষ্ট হয়ে পড়ে। বৈঠকে সেইসব ভগ্ন জাতীয় সড়কগুলো খুব শীঘ্রই নির্মান করার জন্য আলোচনা হয়েছে। সাংসদ কৃতি সিং দেববর্মন সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, ঊনকোটি জেলার জনসাধারণ সমর্থন দেওয়ায় সাংসদ হতে পেরেছেন। ঊনকোটি জেলার সার্বিক উন্নয়ন করার জন্য চেষ্টা করবেন বলে জানান। সাম্প্রতিক কালে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য সহযোগিতা করার জন্যও আশ্বাস প্রদান করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য