স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ আগস্ট : ‘আমার চুল একসময় খুব সুন্দর আর লম্বা ছিল। প্রতিদিন আঁচড়াতে ভালোবাসতাম, বিশেষ করে বিদ্যালয়ে যাওয়ার আগে সুন্দর করে চুল সাজাতাম। সবার চোখে আমি ছিলাম ক্লাসের সেরা।’ অশ্রুসিক্ত চোখে কথাগুলো বলছিল সামা তাবিল নামের এক ফিলিস্তিনি শিশু।ফিলিস্তিনের গাজায় যুদ্ধের ভয়াবহতা–বীভৎসতা দেখে মানসিক আঘাতে আট বছরের ছোট্ট তাবিলের মাথার চুল পড়ে গেছে।রাফা উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি বিমান হামলায় তাবিল ও তার পরিবার বাস্তুচ্যুত হয়। সে বলেছে, ‘আমরা যখন ঘুমাচ্ছিলাম, তখন হামলা চালানো হয়। তারা (ইসরায়েলি বাহিনী) গুলি ও বোমাবর্ষণ করতে থাকে। বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে আমাদের ঘুম ভেঙে যায়।’
চারপাশে ধ্বংসযজ্ঞ ও লাশের সারি দেখে আতঙ্কিত হয়ে পড়ে মেয়েটা। গাজায় ভয় ও চরম বিশৃঙ্খলা ভয়াবহ রূপ নিয়েছে। এখানে কোনো স্থিতিশীলতা নেই, শান্তি নেই। নেই কোনো নিরাপত্তা।ফিলিস্তিনি শিশু তাবিলের মা এ ঘটনার কয়েক দিন পরই তাবিল লক্ষ করে, তার মাথার সব চুল পড়ে যাচ্ছে। তার মা বলেন, ‘চারপাশে ধ্বংসযজ্ঞ ও লাশের সারি দেখে আতঙ্কিত হয়ে পড়ে মেয়েটা। গাজায় ভয় ও চরম বিশৃঙ্খলা ভয়াবহ রূপ নেয়। এখানে কোনো স্থিতিশীলতা নেই, শান্তি নেই। নেই কোনো নিরাপত্তা। আতঙ্ক আর আচমকা গোলা নিক্ষেপের মতো ঘটনা তার চুল পড়ে যাওয়ার মূল কারণ। শৈশব থেকেই অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে সে।’
এদিকে চুল পড়ে যাওয়ায় তাবিলকে নিয়ে হাসি-তামাশা শুরু করেছে অন্য শিশুরা। সে বলে, ‘গাজার খান ইউনিসের উদ্বাস্তু শিবিরের শিশুরা আমাকে ন্যাড়া বলে উত্ত্যক্ত করতে শুরু করেছে। তারা সব সময় এসব কথা বলতে থাকে; যা আমাকে অনেক কষ্ট দেয়।’গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে উপত্যকাটিতে ওষুধসংকট প্রকট আকার ধারণ করেছে। তাবিলকে চুল পড়া রোধে যথাযথ চিকিৎসা দিতে পারছেন না চিকিৎসকেরা। তাবিল বলছে, ‘আমি চাই, আমার মাথায় আবার চুল গজাক। চুলগুলো আমার জন্মদিনের আগেই ফিরে আসুক। প্রতিবছর জন্মদিনে আমি চুলে ফ্যাশন করতাম। আমি নিজেকে সুন্দর ভাবতে ভালোবাসি।’জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করে বলেছে, গাজার শিশুরা মানসিক স্বাস্থ্য সংকটে ভুগছে।