Wednesday, May 21, 2025
বাড়িরাজ্যআদিবাসী দিবস উদযাপন থেকে সরকারের দিকে বন্যা পরিস্থিতি নিয়ে আঙ্গুল তুললেন প্রদেশ...

আদিবাসী দিবস উদযাপন থেকে সরকারের দিকে বন্যা পরিস্থিতি নিয়ে আঙ্গুল তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ আগস্ট : অন্যান্য বছরের মত এ বছরও প্রদেশ কংগ্রেস ও আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে যথাযথ মর্যাদার সাথে আদিবাসী দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, আদিবাসী কংগ্রেস নেতা শব্দ কুমার জমাতিয়া সহ অন্যান্য নেতৃত্ব। এদিন প্রায়ত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

 তারপর প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, ত্রিপুরা স্বশাসিত জেলার জনক ইন্দিরা গান্ধী। তিনি সংবিধান সংশোধন করে ত্রিপুরার জনজাতি অংশের মানুষের জন্য অর্থনৈতিক ও সামাজিক অধিকারের জন্য ষষ্ঠ তপশিলি করেছিলেন। তাই আজকের এই গুরুত্বপূর্ণ দিনটি ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। আরো জানিয়েছেন গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ১৯ জনের মত। আজকে এই গুরুত্বপূর্ণ দিন থেকে মৃতদের প্রতি শোক জ্ঞাপন এবং পরিবারের প্রতি সমবেদনা জানায় কংগ্রেস। পাশাপাশি তিনি বলেন এই বন্যার পরিস্থিতি নিয়ে সরকারের নগ্নচিত্র গতকাল সামনে উঠে এসেছে। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারের আর্থিক সহযোগিতা প্রসারিত করার প্রয়োজন। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অবিলম্বে সহযোগিতা করার জন্য সরকারের উদ্দেশ্যে দাবী করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!